Advertisement
০১ মে ২০২৪

ভারতীয় সফ্‌টওয়্যারই এ বার বিশ্বের হার্ডওয়্যার বানাবে: মোদী

ফের তিনি ‘স্বপ্নের ফেরিওয়ালা’! এ বার মার্কিন মুলুকে নয়। দেশে ‘তথ্যপ্রযুক্তির রাজধানী’ শহর বেঙ্গালুরুতে।

প্রধানমন্ত্রী মোদী ও জার্মান চ্যান্সেলর মের্কেল। বেঙ্গালুরুতে, মঙ্গলবার। ছবি: পিটিআই।

প্রধানমন্ত্রী মোদী ও জার্মান চ্যান্সেলর মের্কেল। বেঙ্গালুরুতে, মঙ্গলবার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ১৭:৪১
Share: Save:

ফের তিনি ‘স্বপ্নের ফেরিওয়ালা’! এ বার মার্কিন মুলুকে নয়। দেশে ‘তথ্যপ্রযুক্তির রাজধানী’ শহর বেঙ্গালুরুতে।

সফররত জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের সামনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘‘ভারতীয় সফ্‌টওয়্যারই এ বার গোটা বিশ্বের হার্ডওয়্যার বানাবে।’’ যার অর্থ, প্রধানমন্ত্রী মোদীর ‘ডিজিটাল ইন্ডিয়া’র ‘স্বপ্ন-উড়ান’ ঠিকঠাক ভাবে উড়লে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের দৃষ্টান্ত বিশ্বের অন্যান্য দেশও অনুসরণ করবে! ঘটনা হল, তথ্যপ্রযুক্তি শিল্পে বিশ্ব-মানচিত্রে সুইৎজারল্যান্ড আর আমেরিকার পরের জায়গাটিই এখন জার্মানির।

ভারতের প্রধানমন্ত্রীর এই ‘স্বপ্ন’ আজ বেঙ্গালুরুতে, কিছুটা হাওয়া-বাতাসও পেয়ে গেল, যখন জার্মান চ্যান্সেলর মের্কেল বললেন, ‘‘জার্মানির প্রযুক্তির সঙ্গে ভারতের তথ্যপ্রযুক্তি-প্রকৌশলের মিশেল না-ঘটলে বেঙ্গালুরু এখনকার অবস্থায় পৌছত না।’’ দূষণহীন শক্তির গবেষণা ও ব্যবহার বাড়াতে দু’দেশের মধ্যে এ দিন মোট ১৪ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর হয়। বেঙ্গালুরুতে আজ জার্মান গাড়ি সংস্থা ‘বশ’-এর নতুন একটি কারখানাও ঘুরে দেখেন মোদী ও মের্কেল। ওই কারখানাটি প্রধানমন্ত্রী মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকেই কার্যকর করল। এ বার ওই জার্মান গাড়ি সংস্থাটি যাতে দেশের অন্যান্য জায়গাতেও যন্ত্রাংশ বানানোর কারখানা গড়ে তোলে, প্রধানমন্ত্রী মোদী সে ব্যাপারে অনুরোধ জানান জার্মান চ্যান্সেলরকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian software PM Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE