ইনদওর আবার দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেল। দেশের শহরগুলির পরিচ্ছন্নতা নিয়ে প্রতি বছর সমীক্ষা করে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের সেই ‘স্বচ্ছ সর্বেক্ষণ’-এ এই নিয়ে অষ্টম বার শীর্ষ স্থান অধিকার করেছে মধ্যপ্রদেশের ইনদওর। ‘সুপার স্বচ্ছ লিগ’-এ ১০ লক্ষ বাসিন্দা রয়েছেন, দেশের এমন শহরগুলির মধ্যে পরিচ্ছন্নতার দিক থেকে প্রথম স্থানে রয়েছে ইনদওর। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাতের সুরত। তৃতীয় স্থানে মহারাষ্ট্রের নবি মুম্বই। দীর্ঘ তালিকায় পশ্চিমবঙ্গের কেবল একটি শহরই স্থান পেয়েছে। ‘আশাব্যঞ্জক স্বচ্ছ শহর’-এর তকমা পেয়েছে বৈদ্যবাটি। ৩৪ নম্বরে রয়েছে হুগলির এই শহর।
বৈদ্যবাটি পুরসভার সিআইসি (চেয়ারম্যান ইন কাউন্সিল) সুবীর ঘোষ জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়া হয়েছে। যে বর্জ্যপদার্থ সংগ্রহ করা হয়, তা থেকে সার তৈরির ব্যবস্থা রয়েছে তাদের। পাশাপাশি, নাগরিকদের সচেতন করার সঙ্গে সঙ্গে জরিমানাও করা হয়। কঠিন বর্জ্য ফেলার জন্য বাড়িতে বাড়িতে বালতি দেওয়া হয়। কাউন্সিলরেরাও সব ওয়ার্ডে প্রচার করেছেন। সে কারণেই সাফল্য এসেছে। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়ে ‘দুর্দান্ত’ লাগছে। সুবীর আরও জানান, বৈদ্যবাটি পুরসভার ঝাড়ু দেওয়ার গাড়ি রয়েছে। জল দেওয়ার গাড়ি রয়েছে। বর্ষার আগে নিয়মিত দিল্লি রোডও পরিষ্কার করা হয়, যাতে সেখানে জল না দাঁড়ায়।
বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে একটি কর্মসূচির আয়োজন করেছিল কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫’-এর বিজয়ীদের নাম ঘোষণা করেন। সূত্রের খবর, শহরবাসীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতেই প্রতি বছর এই সমীক্ষা করে পুরস্কার দেওয়া হয়। নাগরিকেরা যাতে আরও বেশি করে পরিচ্ছন্নতার দিকে নজর দেন, সেটাই চায় কেন্দ্র। ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অভিযানের অধীনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে চলেছে।
আরও পড়ুন:
স্বচ্ছ সর্বেক্ষণ অভিযানে মোট ৪,৫০০ শহরের উপর সমীক্ষা করা হয়। ৪৫ দিন ধরে চলে সমীক্ষা। কথা বলা হয় ১৪ কোটি শহুরে বাসিন্দাদের সঙ্গে। নিকাশি, বর্জ্য নিষ্কাশন, পরিষেবা-সহ মোট ১০টি বিষয় দেখে এই বিজয়ী শহরের নাম ঘোষণা করা হয়। তিন থেকে ১০ লক্ষ বাসিন্দা রয়েছে, এমন শহরগুলির মধ্যে পরিচ্ছন্নতার নিরিখে শীর্ষ স্থানে রয়েছে নয়ডা, নয়াদিল্লি মিউনিসিপাল কাউন্সিল, ভিটা (মহারাষ্ট্র), পঞ্চগনি। বাসিন্দার সংখ্যা অনুযায়ী শহরগুলিকে বিভিন্ন বিভাগে ভাগ করে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাকি বিভাগগুলি হল — ৫০ হাজার থেকে তিন লক্ষ বাসিন্দা, ২০ হাজার থেকে ৫০ হাজার বাসিন্দা এবং ২০ হাজারেরও কম বাসিন্দা।