Advertisement
১১ মে ২০২৪

হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ ইন্দ্রাণী, দুপুর থেকে এখনও জ্ঞান ফেরেনি

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের জে জে হাসপাতালে ভর্তি হলেন শিনা বরা হত্যার অন্যতম অভিযুক্ত ও শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। কোনও ট্যাবলেট খেয়ে ফেলার ফলেই ইন্দ্রাণী অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ২০:২৭
Share: Save:

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের জে জে হাসপাতালে ভর্তি হলেন শিনা বরা হত্যার অন্যতম অভিযুক্ত ও শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়। কোনও ট্যাবলেট খেয়ে ফেলার ফলেই ইন্দ্রাণী অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

২৫ অগস্ট শিনা হত্যায় গ্রেফতার হন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায়ের স্ত্রী ইন্দ্রাণী। ইন্দ্রাণীর প্রাক্তন গাড়িচালক শ্যাম রাই ও প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নাও গ্রেফতার হন। এখন মুম্বইয়ের বাইকুল্লা মহিলা জেলে রয়েছেন ইন্দ্রাণী।
জে জে হাসপাতালের ডিন টি পি লাহানে জানিয়েছেন, আজ জেলে হঠাৎ অস্বস্তি ও বুকে ব্যথার কথা জানান ইন্দ্রাণী। দুপুর দু’টো নাগাদ তাঁকে হাসপাতালে আনা হয়। তখন থেকেই ইন্দ্রাণী অজ্ঞান হয়ে রয়েছেন। লাহানের কথায়, ‘‘ইন্দ্রাণী কোনও ট্যাবলেট খাওয়ার ফলেই এই অবস্থা হয়েছে বলে মনে হচ্ছে। তাঁর অবস্থা গুরুতর। ২৪ ঘণ্টা ইন্দ্রাণীর উপরে নজর রাখার পরে আমাদের মত জানাতে পারব।’’ লাহানে জানিয়েছেন, বিষক্রিয়া থেকে মুক্ত করতে ‘গ্যাসট্রিক লাভাজ’ বা ‘স্টম্যাক পাম্পিং’ প্রক্রিয়ার মাধ্যমে ইন্দ্রাণীর পেট পরিষ্কার করা হয়েছে। সেখান থেকে পাওয়া নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে খবর, ইন্দ্রাণী মানসিক অবসাদ কাটাতে কোনও ওষুধ খেতেন বলে মনে করছেন চিকিৎসকেরা। সেই ওষুধ বেশি মাত্রায় খেয়ে ফ‌েলার জন্যও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মত তাঁদের।
বাইকুল্লা মহিলা জেলের আইজি জানিয়েছেন, জেল কর্তৃপক্ষের নজরদারিতেই রোজ দু’টি ট্যাবলেট খেতেন ইন্দ্রাণী। জেলের যে কর্মীরা তাঁর উপরে নজর রাখতেন তাঁদের তলব করা হয়েছে।
গত কালই গুয়াহাটিতে মারা গিয়েছেন ইন্দ্রাণীর মা, ৮৩ বছরের দুর্গারানি বরা। দুর্গারানি ও তাঁর স্বামী উপেন্দ্রকুমার বরার দেখাশোনা করতেন ইন্দ্রাণীর ছেলে মিখাইল। ইন্দ্রাণীর অসুস্থতার খবর প্রথম আনন্দবাজারের কাছ থেকেই পান তিনি। মিখাইলের কথায়, ‘‘উনি যা করেছেন তার ফল ভুগবেন। এখন আমার পক্ষে আর কিছু ভাবা সম্ভব নয়।’’ তিনি জানান, দুর্গারানির মৃত্যুসংবাদ তিনি ইন্দ্রাণীকে জানাননি। ১৪ অক্টোবর দুর্গারানির শ্রাদ্ধ। সেখানে ইন্দ্রাণী আসুন, তাও মিখাইল চান না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE