Advertisement
০৬ মে ২০২৪
Terrorist

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখার কাছে সেনার গুলিতে মৃত্যু জঙ্গির

বুধবার, জম্মু-কাশ্মীরের কুপওয়াড়াতে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা চলছিল। সেনার চোখে পড়লে শুরু হয় গুলির লড়াই। সেই লড়াই চলাকালীন সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়।

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা, মৃত্যু এক জঙ্গির।

অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা, মৃত্যু এক জঙ্গির। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
শ্রীনগর শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২২ ১১:২৮
Share: Save:

জম্মু-কাশ্মীরে আবার জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল সেনা। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু এক জঙ্গির। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় নিয়ন্ত্রণ রেখার কাছে।

সংবাদ সংস্থা পিটিআইকে সেনার তরফে জানানো হয়েছে, বুধবার, নিয়ন্ত্রণ রেখা বরাবর কারনাহ সেক্টরের সুদপোরায় সেনার চোখে ধুলো দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা চলছিল। তা বুঝতে পেরে বাধা দেয় সেনা। দু’পক্ষে শুরু হয়ে যায় তুমুল গুলির লড়াই। সেনার গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর, কুপওয়াড়াতেই সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়। সে বারও একই ভাবে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। কিন্তু নিরাপত্তা বাহিনীর চোখকে ধুলো দিতে ব্যর্থ হয় পাক মদতপুষ্ট জঙ্গিরা। গুলির লড়াই থামার পর তল্লাশিতে পিস্তল, গ্রেনেড উদ্ধার হয় মৃত জঙ্গিদের কাছ থেকে।

প্রসঙ্গত, নাশকতা চালানোর উদ্দেশেই নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢোকে জঙ্গিরা। কিন্তু সেনার নজর এড়িয়ে সেই কাজ অত্যন্ত কঠিন। এর আগেও একাধিক বার বেআইনি ভাবে ভারতে ঢুকতে গিয়ে সেনার গুলিতে মৃত্যু হয়েছে বহু জঙ্গির। বুধবারও তেমনই প্রয়াস ছিল জঙ্গিদের, কিন্তু সেনার গুলিতে মৃত্যু হল জঙ্গির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terrorist Jammu and Kashmir Indian Army
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE