Advertisement
E-Paper

ফাঁস হয়ে গিয়েছে বহু আধার কার্ডের তথ্য, সুপ্রিম কোর্টে মেনে নিল সরকার

বহু আধার কার্ডের তথ্য ফাঁস হয়েছে। সুপ্রিম কোর্টে শিকার করে নিল কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক করা যায় কি না, সে সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার কেন্দ্রের কৌঁসুলি অর্ঘ্য সেনগুপ্ত দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছেন

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০০:০৫
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বহু আধার কার্ডের তথ্য ফাঁস হয়েছে। সুপ্রিম কোর্টে শিকার করে নিল কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সরকারি কাজে আধার কার্ড বাধ্যতামূলক করা যায় কি না, সে সংক্রান্ত এক জনস্বার্থ মামলার শুনানিতে বুধবার কেন্দ্রের কৌঁসুলি অর্ঘ্য সেনগুপ্ত দেশের সর্বোচ্চ আদালতে জানিয়েছেন, বিপুল সংখ্যক আধার কার্ডের তথ্য ফাঁস হয়েছে বলে যে অভিযোগ উঠছে, তা সত্য। তবে এই তথ্য ফাঁসের জন্য রাজ্য প্রশাসনগুলি দায়ী বলে কেন্দ্রের কৌঁসুলি আদালতকে জানিয়েছেন।

আধার কার্ড দেয় যে কেন্দ্রীয় সংস্থা, সেই ইউনিক আইডেন্টিফিকেশ অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) আধারের তথ্য ফাঁস হওয়ার জন্য দায়ী নয় বলে কেন্দ্রীয় সরকারের দাবি। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্রের কৌঁসুলি জানিয়েছেন, অন্য কয়েকটি সরকারি বিভাগ এবং বিভিন্ন রাজ্য সরকারের অসতর্কতার জেরে আধারের তথ্য ফাঁস হয়েছে। বিচারপতি একে সিকরির নেতৃত্বাধীন বেঞ্চে আধার সংক্রান্ত জনস্বার্থ মামলাটির শুনানি চলছে। আধারের তথ্য ফাঁস হওয়ার বিষয়ে প্রায় রোজই যে সংবাদমাধ্যমে কোনও না কোনও উদ্বেগজনক খবর প্রকাশিত হচ্ছে, সে কথা এ দিন উল্লেখ করেন বিচারপতি সিকরি। এর প্রেক্ষিতেই কেন্দ্রের কৌঁসুলি অর্ঘ্য সেনগুপ্ত মেনে নেন যে আধার কার্ড সংক্রান্ত বেশ কিছু তথ্য ফাঁস হয়ে গিয়েছে। তবে আধার কার্ড প্রদানকারী সংস্থা তার জন্য দায়ী নয় বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন: ফুট রেস্ট থেকে কফি ভেন্ডিং মেশিন, কী নেই এই নতুন কোচে

গলদ স্বীকার করেও সুপ্রিম কোর্টে আধারের পক্ষে জোর সওয়াল করল কেন্দ্র। —ফাইল চিত্র।

তথ্য ফাঁস হওয়া ছাড়া আরও কিছু গোলমাল যে আধার কার্ড নিয়ে রয়েছে, সে কথা সুপ্রিম কোর্টে মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের কৌঁসুলি একইসঙ্গে দেশের সর্বোচ্চ আদালতকে এও জানিয়েছেন যে, আধারের চেয়ে শক্তিশালী নাগরিক পরিচয়পত্র আর কিছু হতেই পারে না। এই বায়োমেট্রিক নাগরিক পরিচয়পত্র পৃথিবীর সবচেয়ে উন্নত নাগরিক পরিচয়পত্র বলেও কেন্দ্র দাবি করছে।

বিশেষজ্ঞদের অনেকেই অবশ্য মনে করছেন, আধারের মতো বায়োমেট্রিক পরিচয়পত্রের তথ্য নিরাপত্তা আরও মজবুত হওয়া উচিত। আধারের তথ্য সুরক্ষিত রাখার ব্যবস্থা মজবুত না হওয়ায় বহু গোপন তথ্য এমন অনেকের হাতে পৌঁছেছে, যাঁরা এই সব তথ্যের অপব্যবহার করতে পারেন। বলছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে ইতিমধ্যেই প্রায় সাড়ে ১৩ কোটি আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছে।

Aadhaar Card UIDAI Central Government Supreme Court Data Leak
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy