অন্ধ্রপ্রদেশের পরিবহণ দফতরের কর্মচারী তিনি। চৌঁত্রিশ বছরের চাকরি জীবনে কয়েক কোটির মালিক। ১৪টি প্রাসাদোপম অট্টালিকার মালিকানা রয়েছে তাঁরই হাতে। দুর্নীতির অভিযোগে সেই সরকারি কর্মচারী পূর্ণচন্দ্র রাওয়ের (৫৫) বাড়িতে তল্লাশি চালালেন কেন্দ্রীয় দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। উদ্ধার হয়েছে অন্তত ৬০ কেজি রুপো, ১ কেজি সোনা ও নগদ ২০ লক্ষ টাকা। তদন্তকারীরা জানান, শুধুমাত্র একটি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে এই বিপুল সম্পত্তি। তল্লাশি চালালে হিসাব বহির্ভূত আরও সম্পত্তির হদিস মিলবে বলেই তাঁদের অনুমান।