Advertisement
২৬ এপ্রিল ২০২৪
INX Media Case

দিল্লি হাইকোর্টে চিদম্বরমের জামিন মঞ্জুর হল না

গত ৫ সেপ্টেম্বর থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন চিদম্বরম। তাঁকে জেরাও শেষ হয়ে গিয়েছে সিবিআইয়ের।

পি চিদম্বরম। —ফাইল চিত্র।

পি চিদম্বরম। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:১০
Share: Save:

আইএনএক্স দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট। সোমবার ওই মামলার শুনানি চলাকালীন আদালত জানায়, তদন্ত চূড়ান্ত পর্যায়ে। এমন সময় জামিন পেলে বাইরে বেরিয়ে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন চিদম্বরম। তাই এখন তাঁকে জামিন দেওয়া উচিত হবে না।

গত ৫ সেপ্টেম্বর থেকে দিল্লির তিহাড় জেলে রয়েছেন চিদম্বরম। তাঁকে জেরাও শেষ হয়ে গিয়েছে সিবিআইয়ের। কিন্তু সম্প্রতি আদালতে বন্ধ খামে একটি রিপোর্ট জমা পড়ে। তাতে বলা হয়, এক সহ-অভিযুক্তকে মুখ না-খুলতে নির্দেশ দিয়েছেন চিদম্বরম। ওই রিপোর্টের জেরেই এ দিন চিদম্বরমকে জামিন দেওয়া হয়নি বলে জানা গিয়েছে। আদালত জানায়, চিদম্বরম প্রমাণ লোপাট করবেন, এমন কোনও সম্ভাবনা নেই। তবে তদন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। অস্বীকার করার উপায় নেই যে, চিদম্বরম এক জন প্রভাবশালী ব্যক্তি। তাই সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।’’

আদালতের রায় নিয়ে কোনও মন্তব্য করেননি চিদম্বরমের ছেলে তথা আইএনএক্স মামলায় অন্যতম অভিযুক্ত কার্তি চিদম্বরম। তবে এ ব্যাপারে তাঁর বাবার আইনজীবী অভিষেক সিঙ্ঘভি এবং কপিল সিব্বলের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

আরও পড়ুন: দু’সপ্তাহের মধ্যে বিলকিস বানোকে ৫০ লক্ষ দিন, গুজরাত সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের​

আরও পড়ুন: দেশের বায়ুসেনা প্রধান হলেন এয়ার চিফ মার্শাল রাকেশকুমার সিংহ ভাদৌরিয়া​

২০০৭ সালে চিদম্বরম দেশের অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়াকে সরকারি ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে চিদম্বরম অন্যায্য হস্তক্ষেপ করেছেন ও আর্থিক নয়ছয় করেছেন বলে আদালতে অভিযোগ এনেছে সিবিআই। যদিও শুরু থেকেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে এসেছেন চিদম্বরম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

INX Media Case P Chidambaram Delhi High Court CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE