Advertisement
১৯ মে ২০২৪

সুযোগ ৯২ পয়সায়

বিমানের ধাঁচে যাত্রীদের জন্য বিমা ব্যবস্থা চালু করল রেল। প্রাথমিক ভাবে আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা টিকিট কাটবেন, তাঁরা ভাড়ার সঙ্গে যাত্রী-পিছু বাড়তি ৯২ পয়সা দিয়ে এই বিমার সুযোগ পাবেন।

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪৬
Share: Save:

বিমানের ধাঁচে যাত্রীদের জন্য বিমা ব্যবস্থা চালু করল রেল। প্রাথমিক ভাবে আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে যাঁরা টিকিট কাটবেন, তাঁরা ভাড়ার সঙ্গে যাত্রী-পিছু বাড়তি ৯২ পয়সা দিয়ে এই বিমার সুযোগ পাবেন। তবে বিষয়টি বাধ্যতামূলক নয়। ট্রেন দুর্ঘটনা ঘটলে মৃত ও আহত যাত্রীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে রেল। এই ব্যবস্থায় রেলের ক্ষতিপূরণের সঙ্গে বিমা সংস্থা থেকেও বাড়তি ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। আরআরসিটিসি-র মুখপাত্র সন্দীপ দত্ত বলেন, ‘‘ধরা যাক, একটি টিকিটে যদি দু’জন যাত্রী যাতায়াত করেন সে ক্ষেত্রে ভাড়া ছাড়াও বিমার জন্য অতিরিক্ত ১.৮৪ পয়সা গুনতে হবে। একটি টিকিটের এক জন যাত্রীর আসন সংরক্ষিত ও অন্য জনের আসন যদি সংরক্ষিত না থাকে, সে ক্ষেত্রে বিমা করাতে চাইলে দু’জনকেই বিমা করাতে হবে।’’ যাত্রী যদি নিজে থেকে টিকিট বাতিল করেন, তা হলে বিমার টাকা ফেরত দেওয়া হবে না। দরপত্রের মাধ্যমে বেছে নেওয়া ৩টি বেসরকারি সংস্থার কাছ থেকে এই বিমা করাতে পারবেন যাত্রীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IRCTC passenger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE