E-Paper

নীতীশ মুখ নন? চর্চা বিজেপির নানা মন্তব্যে

দিন কয়েক আগে নীতীশ কুমারকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন বিহারের বর্ষীয়ান বিজেপি নেতা অশ্বিনী চৌবে। প্রস্তাবের লক্ষ্যই ছিল, নীতীশকে বিহারের রাজনীতি থেকে সরিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে ঠেলে দেওয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৫ ০৮:৫২
নীতীশ কুমার।

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

বিহারে রাজ্যপাট কি হারাতে চলেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? বছরের শেষে সে রাজ্যে বিধানসভা ভোটের আগে চর্চা তুঙ্গে।

দিন কয়েক আগে নীতীশ কুমারকে উপপ্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিলেন বিহারের বর্ষীয়ান বিজেপি নেতা অশ্বিনী চৌবে। প্রস্তাবের লক্ষ্যই ছিল, নীতীশকে বিহারের রাজনীতি থেকে সরিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে ঠেলে দেওয়া। গত কাল হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনি দাবি করেন, বিহারের বিজেপি উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধরিকে সামনে রেখে দল ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে নামতে চলেছে। বিজেপি নেতৃত্বের মুখে এ ধাঁচের মন্তব্য শুনে রীতিমতো অস্বস্তিতে জেডিইউ। জেডিইউ আর বিজেপির মধ্যে দূরত্ব বাড়াতে প্রধান বিরোধী দল আরজেডি নেতা তেজস্বী যাদবও কটাক্ষ করে বলেছেন, ‘‘বিষয়টি আদৌ হালকা ভাবে নেওয়া উচিত নয় নীতীশের দলের।’’

অথচ দিন কয়েক আগেই বিহারে গিয়ে অমিত শাহ দাবি করেছিলেন, আসন্ন বিধানসভা ভোটে নীতীশের নেতৃত্বেই লড়বে এনডিএ জোট। শাহের ঘোষণার পরে আশ্বস্ত হয়েছিল জেডিইউ শিবির। কিন্তু প্রথম বেসুরে বাজেন নীতীশের মন্ত্রিসভার প্রাক্তন সহকর্মী অশ্বিনী চৌবে। ভাগলপুরের ওই বর্ষীয়ান নেতা দিন দুয়েক আগে দাবি করেন, নীতীশের মতো বড় মাপের নেতার উচিত এনডিএ আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়ে উপপ্রধানমন্ত্রী হওয়া। তাতে জগজীবন রামের মতো দ্বিতীয় বার কোনও বিহারের নেতা উপপ্রধানমন্ত্রী হবেন। প্রস্তাবটি বাহ্যিক ভাবে নির্দোষ হলেও রাজনীতিকদের মতে, শারীরিক ভাবে কিছুটা নড়বড়ে হয়ে পড়া নীতীশ যাতে রাজনীতি ছেড়ে বাণপ্রস্থে যান, তার জন্য তৎপর বিজেপির একাংশ। তাই অপ্রাসঙ্গিক কিন্তু আলঙ্কারিক পদ দিয়ে তাঁকে দিল্লি পাঠানোর প্রস্তাব দিয়েছেন অশ্বিনী। গত কুড়ি বছর ধরে বিজেপির সাহায্য নিয়ে বিহারে মুখ্যমন্ত্রী রয়েছেন নীতীশ। গত পাঁচ বছরে তো ছোট শরিক হয়েও মুখ্যমন্ত্রী পদ নীতীশকে ছেড়ে দিতে বাধ্য হয় বিজেপি। যা ভাল ভাবে নেননি রাজ্য বিজেপি নেতৃত্বের বড় অংশ। এ বার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিজেপির কেউ হোক, চাইছেন তাঁরা। সাইনি বিজেপি নেতা-কর্মীদের দাবিকেই মূলত সমর্থন করে ফের বিতর্ক উস্কে দেন।

এই আবহে বিজেপি-জেডিইউ দ্বন্দ্ব উস্কে দেওয়ার কৌশল নিয়েছেন প্রধান প্রতিপক্ষ আরজেডি-র নেতা তেজস্বী। তিনি বলেন, ‘‘বারংবার মুখ্যমন্ত্রী মুখ পরিবর্তনের কথা বলছেন বিজেপি নেতারা। নীতীশ কুমারের দলের বিষয়টি হালকা ভাবে নেওয়া আদৌ উচিত নয়।’’ চিন্তিত জেডিইউ-ও। নীতীশ-ঘনিষ্ঠ রাজীব রঞ্জন সিংহ বলেন, ‘‘অমিত শাহ তো বলেই দিয়েছেন, নীতীশের নেতৃত্বে বিহারে এনডিএ লড়বে।’’ মুখে বললেও রাজ্য বিজেপি নেতৃত্বের উচ্চাকাঙ্ক্ষায় অশনি সঙ্কেত দেখছে জেডিইউ শিবির। দল ঘরোয়া ভাবে জানিয়েছে, নীতীশের মুখ্যমন্ত্রী পদের সঙ্গে আপস করা হবে না।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Nitish Kumar Bihar bihar cm BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy