Advertisement
E-Paper

মার্কিন হামলায় ভারতীয় জঙ্গি ‘মৃত’, জল্পনা

কেরল থেকে পালিয়ে গিয়ে আইএস-এ যোগ দেওয়া যুবকের মৃত্যু হয়েছে আফগানিস্তানে দানবীয় মার্কিন হামলায়। মুর্শিদ মহম্মদ নামে ওই জঙ্গির পারিবারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তানের নানগড়হর প্রদেশে বৃহত্তম আপারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ (মোআব) ফেলেছে আমেরিকা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ২৩:৩৫
বিস্ফোরণস্থলের কাছে টহল আফগান ফৌজের। ছবি: রয়টার্স।

বিস্ফোরণস্থলের কাছে টহল আফগান ফৌজের। ছবি: রয়টার্স।

কেরল থেকে পালিয়ে গিয়ে আইএস-এ যোগ দেওয়া যুবকের মৃত্যু হয়েছে আফগানিস্তানে দানবীয় মার্কিন হামলায়। মুর্শিদ মহম্মদ নামে ওই জঙ্গির পারিবারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার আফগানিস্তানের নানগড়হর প্রদেশে বৃহত্তম আপারমাণবিক বোমা ‘মাদার অব অল বম্বস’ (মোআব) ফেলেছে আমেরিকা। তাতে ৩৬ জন আইএস জঙ্গির মৃত্যু হয়েছে বলে আফগান এবং মার্কিন প্রশাসন জানিয়েছে। কেরল থেকে নিখোঁজ হওয়া মুর্শিদ সেই ৩৬ জনেরই এক জন বলে মনে করা হচ্ছে। তবে এনআইএ বিষয়টি নিয়ে বিশদে খোঁজখবর নিচ্ছে। নানগড়হরে বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে এই মুহূর্তে অনেক ভারতীয় কর্মরত। তাঁরা নিরাপদেই রয়েছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রের খবর।

পাকিস্তান সীমান্ত লাগোয়া এলাকায় বৃহস্পতিবার বোমা ফেলেছে আমেরিকা। আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলের মতো ওই অঞ্চলেও ভারত রাস্তাঘাট, সেচ পরিকাঠামো, স্বাস্থ্য পরিকাঠামো ইত্যাদি গড়ে তুলছে। সেই কাজে অনেক ভারতীয় এই মুহূর্তে নানগড়হরে রয়েছেন। আমেরিকা ওই প্রদেশে মোআব বর্ষণ করার পর সেই ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছিল। ভারতীয় বিদেশ মন্ত্রক তাই বৃহস্পতিবার আফগান প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং নানগড়হরে থাকা ভারতীয়দের খোঁজখবর নেওয়া শুরু করে। অসামরিক কাজে নিযুক্ত ভারতীয়দের কোনও ক্ষতি হয়নি বলে সাউথ ব্লক সূত্রে শুক্রবার জানানো হয়েছে।


আকাশ থেকে তোলা ছবি— নানগড়হরে আঘাত হেনেছে মোআব। ছবি: রয়টার্স।

যেখানে বিস্ফোরণ হয়েছে, তার আশপাশের অঞ্চলে থাকা সব ভারতীয়ের সঙ্গেই বিদেশ মন্ত্রক নিবিড় যোগাযোগ রাখছে বলে খবর। আফগান প্রশাসন ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে গোটা অঞ্চলকে প্রায় দুর্গে পরিণত করেছে বলেও নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন...
মাদার অব অল বম্বস কী? জেনে নিন

বৃহস্পতিবারের হামলার পর আফগানিস্তান থেকে এক জন ভারতীয়ের মৃত্যুর খবরই এসেছে। কেউ কেউ বলছেন, এক জন নয়, কেরল থেকে পলাতক জঙ্গিদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এক জনেরই পরিচয় জানা গিয়েছে। কেরলের কাসরগোড জেলার বাসিন্দা ছিল মুর্শিদ মহম্মদ নামে ওই যুবক। গত বছর কেরল থেকে নিখোঁজ হওয়া যে ২২ যুবক আইএস-এ যোগ দিয়েছিল বলে খবর, তাদের মধ্যে ১৭ জনই নাকি নানগড়হরে ছিল। সেই ভারতীয়দেরই এক জন ওই মুর্শিদ মহম্মদ। টেলিগ্রাম নামের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে আফগানিস্তান থেকে কেউ মুর্শিদের বাবাকে মেসেজ পাঠিয়ে মুর্শিদের মৃত্যুর খবর জানিয়েছেন। সেই ‘টেলিগ্রাম’ বার্তায় মুর্শিদকে ‘শহিদ’ আখ্যা দেওয়া হয়েছে।

মুর্শিদের পরিবার এ নিয়ে কিছু বলতে চায়নি। মুর্শিদ যা করেছে, তা ঠিক করেনি— শুধু এটুকুই মন্তব্য তার পরিজনদের। তবে মুর্শিদের মৃত্যু মার্কিন হানাতেই হয়েছে কি না, তা ভারতীয় গোয়েন্দারা খতিয়ে দেখছেন। কেরল থেকে পালিয়ে যারা আফগানিস্তান গিয়েছিল আইএস-এ যোগ দেওয়ার জন্য, তাদের মধ্যে অন্য কারও মৃত্যু হয়েছে কি না— সে সবও খতিয়ে দেখছে এনআইএ।

Massive Ordnance Air Blast Mother Of All Bombs MOAB Afghanistan Kerala Missing Man IS Recruit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy