Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্রতিশ্রুতি মতো ২০২২ -এর মধ্যে কৃষকের আয় দ্বিগুণ হবে? মন্ত্রীর স্বীকারোক্তি, ‘জি নহী...’

সত্যিই কি সরকারের মনে এমন কোনও প্রকল্পের চিন্তা আছে? নাকি এও আর এক ‘জুমলা’?

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা 
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ০৪:১২
Share: Save:

ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদী বারবার বলে আসছেন, কৃষকদের আয় দ্বিগুণ করবেন। আর সেটি হবে ২০২২ -এর মধ্যে, স্বাধীনতার পঁচাত্তর বছরে।

কিন্তু সত্যিই কি সরকারের মনে এমন কোনও প্রকল্পের চিন্তা আছে? নাকি এও আর এক ‘জুমলা’?

মনে সংশয় নিয়েই লোকসভার দুই সাংসদ লিখিত আকারে সংসদে প্রশ্নটি করেই ফেলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রীকে। কেরলের নির্দল সাংসদ জয়েস জর্জ আর তামিলনাড়ুর এডিএমকের সাংসদ আর পার্থিপন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের কাছে প্রশ্ন রাখেন, কৃষকদের আয় দ্বিগুণ করতে প্রকল্প আছে কি?

যে উত্তরটি প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতি দিয়েছেন, তাতে চক্ষু চড়কগাছ বিরোধী নেতাদের। মন্ত্রী লিখিত ভাবে জানিয়েছেন, ‘‘জি নহী মহোদয়া...।’’ দুই পুরুষ সাংসদকে মন্ত্রী ‘মহোদয়া’ কেন বললেন, সেটা একটা প্রশ্ন। তবে তার থেকেও বড় প্রশ্ন তুলে দিয়েছে, মন্ত্রীর সপাট স্বীকারোক্তি, ‘জি নহী...’। অর্থাৎ, সরকার বলেই দিচ্ছে, এমন কোনও প্রকল্পের ভাবনাই তার নেই! উত্তরটি লোকসভার ওয়েবসাইটেও হুবহু তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: সুশাসনে উৎসাহ নেই!

ঘটনাটি এ মাসের ১৮ তারিখের। উত্তরটি দেখামাত্র চেপে ধরে কংগ্রেস। খোঁজ নেওয়া হয় লোকসভা সচিবালয়ে। মন্ত্রকের করিডরেও। বিরোধীদের সক্রিয়তা টের পেয়ে রাতারাতি উত্তরটি পরিমার্জনা করে ফেলে সরকার। যেখানে বলা হয়েছিল ‘জি নহী মহোদয়া’কে মুছে দেওয়া হয় জবাব থেকে।

কিন্তু সংসদে পেশ করা লিখিত জবাব এ ভাবে বদলে ফেলতে পারে সরকার? কংগ্রেসের অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘সংসদে লিখিত আকারে পেশ করা জবাব সরকার মোটেই নিজের ইচ্ছামতো বদলে ফেলতে পারে না। সংসদ খুললেই স্বাধিকারভঙ্গের নোটিস দেওয়া হবে।’’ এ দিন রাত পর্যন্ত এই বিষয়ে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: মদে উপর নিষেধাজ্ঞায় ‘শান্তি’ ফিরেছে বিহারের ঘরে ঘরে!

তবে বিজেপির এক সূত্রের মতে, ‘‘সংসদের উত্তর সাধারণত আমলারা লিখে থাকেন। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রককে প্রশ্নটি করা হয়েছিল। হতে পারে, কৃষকদের আয় দ্বিগুণ করার বিষয়টি কৃষি মন্ত্রক দেখছে।’’

কিন্তু দেশজুড়ে কৃষি সঙ্কটের খেসারত এমনিতেই এখন বিজেপিকে দিতে হচ্ছে। দলের নেতারা ঘরোয়া মহলে সে কথা মানছেনও। সেখানে ‘জি নহী’ বিরেধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিচ্ছে। মোকাবিলায় আপাতত এখন থেকে কংগ্রেসের হাতে আসা নতুন রাজ্যে কৃষকদের দুরবস্থা নিয়ে প্রচার করার পরিকল্পনা নিচ্ছে বিজেপি। প্রকাশ জাভড়েকরকে দিয়ে কর্নাটকে কৃষক আত্মহত্যা নিয়ে এ দিন সাংবাদিক সম্মেলন করানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE