Advertisement
০৬ মে ২০২৪

প্রয়াত নাগা চুক্তির রূপকার আইজ্যাক

নাগা চুক্তির প্রস্তাবনায় স্বাক্ষর করলেও চুক্তির পূর্ণ রূপ দেখে যেতে পারলেন না নাগা আন্দোলনের অন্যতম পুরোধা, আইজ্যাক চিসি সু। আজ দুপুরে দিল্লির হাসপাতালে মারা গেলেন এনএসসিএন (আই-এম) জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি। বয়স হয়েছিল ৮৫। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে আইজ্যাক।পিটিআইয়ের ফাইল চিত্র।

অটলবিহারী বাজপেয়ীর সঙ্গে আইজ্যাক।পিটিআইয়ের ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:১৩
Share: Save:

নাগা চুক্তির প্রস্তাবনায় স্বাক্ষর করলেও চুক্তির পূর্ণ রূপ দেখে যেতে পারলেন না নাগা আন্দোলনের অন্যতম পুরোধা, আইজ্যাক চিসি সু। আজ দুপুরে দিল্লির হাসপাতালে মারা গেলেন এনএসসিএন (আই-এম) জঙ্গি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি। বয়স হয়েছিল ৮৫। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নাগা চুক্তিতে তাঁর স্বাক্ষর ধরে রাখতেই গত বছর ৩ অগস্ট, তড়িঘড়ি অনুষ্ঠান করে দিল্লিতে নাগা চুক্তির প্রস্তাবনা স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালের শুয়েই সই করেন আইজ্যাক। তাঁর মৃত্যুসংবাদ পেয়ে হাসপাতালে আসেন এনএসসিএন আই-এমের সাধারণ সম্পাদক থুইংলেং মুইভা, সহ-সভাপতি খোলে কন্যাক, কেন্দ্রীয় মধ্যস্থতাকারী আর এন রবি। হাসপাতালেই ছিলেন নাগা নেতার স্ত্রী ও ছয় সন্তান।

১৯৫০ সালে নাগা নেতা আঙ্গামি ঝাপু ফিজোর সংগঠনে যোগ দিয়ে আইজ্যাকের লড়াইয়ের শুরু। পরে ১৯৮০ সালের ৩১ জানুয়ারি এনএসসিএন প্রতিষ্ঠা করেন আইজ্যাক, মুইভা ও খাপলাং। ১৯৮৮ সালে বহু রক্তপাতের মধ্য দিয়ে ভাঙন ধরে এনএসসিএনে। পরে দেশ-বিদেশে দফায় দফায় আলোচনার পরে কেন্দ্রের সঙ্গে সমঝোতার সূত্র পায় এনএসসিএন। চূড়ান্ত শান্তিচুক্তি চলতি বছরেই হওয়ার কথা ছিল। সম্ভবত আগামিকাল আইজ্যাকের দেহ নাগাল্যান্ডে নিয়ে আসা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Isak Chishi Swu NSCN-IM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE