Advertisement
E-Paper

প্রাক্তন পুলিশকর্তার বাড়িতে ৪০০ কোটি

১৯৭১-এ নাগাল্যান্ডের মককচং জেলায় কনস্টেবল হিসেবে কাজে যোগ দেন পিল্লাই। ২০০৫ সালে রাষ্ট্রপতি পদকও পান। ২০১১ সালে ডিএসপি হিসেবে অবসর নেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০২:৫৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নাগাল্যান্ড পুলিশের অবসরপ্রাপ্ত ডিএসপি তথা রাজ্য পুলিশের বর্তমান পরিবহণ উপদেষ্টা এম কে রাজেন্দ্র পিল্লাইয়ের কোচির বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়ে হিসেব বহির্ভূত নগদ ৪০০ কোটি টাকা উদ্ধার হলো।

১৯৭১-এ নাগাল্যান্ডের মককচং জেলায় কনস্টেবল হিসেবে কাজে যোগ দেন পিল্লাই। ২০০৫ সালে রাষ্ট্রপতি পদকও পান। ২০১১ সালে ডিএসপি হিসেবে অবসর নেন তিনি। তৈরি করেন শ্রীবালাসাম গ্রুপ। একই সঙ্গে নাগাল্যান্ড পুলিশের পরিবহণ বিভাগে উপদেষ্টা পদে রয়েছেন তিনি। নরেন্দ্র মোদী সরকার নোট বাতিলের সিদ্ধান্ত জানানোর পরে পিল্লাই ৫০ কোটি টাকার সম্পত্তির ঘোষণা করেন পিল্লাই। স্বভাবতই আয়কর দফতরের নজর পড়ে তাঁর উপরে।

আয়কর দফতর জানতে পারে, তেমন উঁচু মাপের পুলিশ অফিসার না হলেও সরকারের মাথাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা আছে। শ্রীবালাসাম গ্রুপের বস্ত্র, গয়না, স্কুল, রিসর্টের ব্যবসা রয়েছে। এ সবের পিছনে পিল্লাই ও তাঁর ছেলেরা বেআইনি লেনদেনে জড়িত সন্দেহেই আয়কর দফতর তাদের কেরল, কর্নাটক, নাগাল্যান্ড ও দিল্লি মিলিয়ে প্রায় তিরিশটি দফতর ও পিল্লাইয়ের একাধিক বাড়িতে হানা দেয়।
কোচিতে পিল্লাইয়ের বাড়ি থেকে মেলে ৪০০ কোটিরও বেশি নগদ টাকা। যার উৎস ও হিসেব পিল্লাই দেখাতে পারেননি বলেই আয়কর কর্তাদের দাবি।

নাগাল্যান্ডের ডিজিপি এল এল ডউঙ্গেল জানান, পিল্লাই এই মুহূর্তে ছুটি নিয়ে কেরলে আছেন। আগামী সপ্তাহে তাঁর কাজে যোগ দেওয়ার কথা রয়েছে। এত টাকা তাঁর বাড়িতে কোথা থেকে এল—এ বিষয়ে ডিজিপির কোনও ধারণাই নেই। পিল্লাই কাজে যোগ দিলে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন বলে জানিয়েছেন।

IT Raid Black Money Recovery Nagaland Rajendra Pillai Kerala
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy