Advertisement
E-Paper

কয়েদি নম্বর ১৫৫২৮, প্রতিদিন আট ঘণ্টা শ্রম, বদলে কত টাকা পাবেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার নাতি প্রজ্বল?

জেলের অন্য আসামিদের মতোই সব নিয়ম মেনে চলতে হবে প্রাক্তন সাংসদকে। পরতে হবে কয়েদিদের সাদা পোশাক। প্রতিদিন আট ঘণ্টা শ্রমদান করতে হবে তাঁকে। সংশোধনাগারে বাগানচর্চা, সব্জি চাষ, কাঠের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। তার মধ্যে একটি বেছে নিতে হবে রেভান্নাকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৮:৩২
প্রজ্বল রেভান্না।

প্রজ্বল রেভান্না। —ফাইল চিত্র।

কয়েদি নম্বর ১৫৫২৮। বেঙ্গালুরুর পারাপ্পানা অগ্রহার কেন্দ্রীয় সংশোধনাগারে এটিই নতুন পরিচয় প্রাক্তন জেডি (এস) সাংসদ প্রজ্বল রেভান্নার। ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি রেভান্নার। এতদিন তিনি ছিলেন বিচারাধীন বন্দি। রবিবার থেকে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে কারাবাস শুরু হল তাঁর। পেয়েছেন নতুন কয়েদি নম্বর। সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামিদের বিভাগে সরানো হয়েছে তাঁকে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলের অন্য আসামিদের মতোই সব নিয়ম মেনে চলতে হবে প্রাক্তন সাংসদকে। পরতে হবে কয়েদিদের সাদা পোশাক। প্রতিদিন আট ঘণ্টা শ্রমদান করতে হবে তাঁকে। সংশোধনাগারে বাগানচর্চা, সব্জি চাষ, কাঠের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ রয়েছে। তার মধ্যে একটি বেছে নিতে হবে রেভান্নাকে। সংশোধনাগার সূত্রে সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, আপাতত অদক্ষ শ্রমিক হিসাবে মাসে ৫২৪ টাকা করে পারিশ্রমিক পাবেন রেভান্না। পরে তাঁর কাজ ভাল হলে এবং দক্ষতা বৃদ্ধি পেলে অর্ধদক্ষ বা দক্ষ তালিকাভুক্ত করা হবে। সে ক্ষেত্রে তাঁর পারিশ্রমিকও বৃদ্ধি পাবে।

কর্নাটকের হাসান জেলায় একটি খামারবাড়িতে পরিচারিকাকে আটকে রেখে বার বার ধর্ষণ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওই সময়ের ছবি এবং ভিডিয়ো তুলে রেখে পরে নির্যাতিতাকে হুমকি দেওয়া থেকে শুরু করে নানাবিধ অভিযোগ আনা হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে। কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট) গত এপ্রিল মাসে প্রজ্বলের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল। সিটের জমা দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে গত শুক্রবার তাঁকে দোষী সাব্যস্ত করে বেঙ্গালুরুর অতিরিক্ত নগর দায়রা আদালত।

গত লোকসভা ভোটে হাসনে জেডি (এস)-এর টিকিটে প্রার্থী হয়েছিলেন রেভান্না। সেখানে ভোটের আগে একটি পেনড্রাইভ প্রকাশ্যে আসে। ওই পেনড্রাইভে রেভান্নার যৌন হেনস্থার একাধিক ভিডিয়ো ছিল বলে অভিযোগ। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দেবগৌড়ার নাতিকে দল থেকে বহিষ্কার করে জেডি (এস)।

Prajwal Revanna JDS Karnataka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy