Advertisement
E-Paper

দেড়শো বছরের ‘দরবার মুভ’ প্রথা ফিরিয়ে আনলেন ওমর আবদুল্লা, শ্রীনগর থেকে রাজধানী গেল জম্মুতে

ডোগরা রাজা গুলাব সিংহ রাজ্যের দুই অংশকে উন্নয়নের ক্ষেত্রে সমান ভাবে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে শ্রীনগরকে শীতকালীন রাজধানী এবং জম্মুকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ১৮:২৭
Jammu and Kashmir CM Omar Abdullah says, Darbar Move to boost economy, bridge bond

জম্মুর রাজপথে ওমর আবদুল্লা। ছবি: পিটিআই।

১৮৭২ সালে জম্মু ও কাশ্মীরের রাজা গুলাব সিংহের চালু করা প্রথা ফিরিয়ে আনলেন ওমর আবদুল্লা। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আগামী ছ’মাসের জন্য শ্রীনগর থেকে রাজধানী জম্মুতে স্থানান্তরিত হল রাজধানী!

রাজধানী স্থানান্তরের এই প্রথার নাম ‘দরবার মুভ’। ডোগরা রাজা গুলাব রাজ্যের দুই অংশকে উন্নয়নের ক্ষেত্রে সমান ভাবে গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে শ্রীনগরকে শীতকালীন রাজধানী এবং জম্মুকে গ্রীষ্মকালীন রাজধানী ঘোষণা করেছিলেন। কিন্তু ২০২১ সালে রাষ্ট্রপতি শাসনপর্ব চলাকালীন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ ব্যয় সঙ্কোচনের যুক্তিতে ওই প্রথা বন্ধ করে দিয়েছিলেন। হিন্দুপ্রধান জম্মুর ব্যবসায়ীদের অভিযোগ ছিল, এর ফলে অর্থনৈতিক ভাবে তাঁদের এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের আবেদন মেনেই আবার শীতকালীন রাজধানী জম্মুতে ফিরিয়ে আনলেন ওমর।

রবিবার থেকেই শ্রীনগরের সচিবালয় থেকে আধিকারিক ও কর্মচারীরা সরকারি নথিবোঝাই বিশাল বাসবহর নিয়ে যাত্রা করেছিলেন জম্মুর উদ্দেশে। মুখ্যমন্ত্রী ওমরও তাঁর মন্ত্রীদের নিয়ে পৌঁছে যান গ্রীষ্মকালীন রাজধানীতে। সোমবার আনুষ্ঠানিক ভাবে জম্মু সচিবালয়ে শুরু হয় কাজ। সকালে ওয়াজ়ারাত রোডের সরকারি বাসভবন থেকে সিভিল সেক্রেটারিয়েট পর্যন্ত দু’কিলোমিটার পথ হেঁটে যান ওমর। পথে রেসিডেন্সি রোড, রঘুনাথ বাজার এবং শালিমার রোডে বার বার দাঁড়িয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘‘চার বছর আগে ‘দরবার মুভ’ বন্ধ হয়ে যাওয়ার পর জম্মু সবচেয়ে বড় ধাক্কা খেয়েছিল। তবে, ন্যাশনাল কনফারেন্স প্রথা পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল। এটি আমাদের দায়িত্ব ছিল এবং আজ আমরা তা পালন করেছি।’’

Omar Abdullah Jammu and Kahsmir Jammu Srinagar National Conference Capital
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy