দু’দেশের মধ্যে শুল্ক যুদ্ধের আবহে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করলেন ভারত-নিযুক্ত ‘লবিস্ট’ জেসন মিলার। সমাজমাধ্যম এক্স-এ রবিবার এ কথা জানিয়ে পোস্ট করেছেন মিলার নিজেই। তবে তাঁদের মধ্যে কীবিষয়ে কথা হয়েছে, তা খোলসা করেননি তিনি।
সূত্রের খবর, আমেরিকান রাজনীতিবিদ ও প্রশাসকদের কাছে ভারতপন্থী নীতির জন্য সুপারিশ করতে বছরে ১৮ লক্ষ ডলারের বিনিময়ে ‘এসএইচডব্লিউ পার্টনারস এলএলসি’ নামে একটি আমেরিকান সংস্থাকে এ বছরে নিয়োগ করেছে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। এই সংস্থারই প্রধান জেসন মিলার। রাজনৈতিক উপদেষ্টা মিলারের সব থেকে বড় পরিচয়, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি ট্রাম্পের প্রধান প্রচার উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। তার পরে ২০২০-র নির্বাচনে যখন ট্রাম্প ফের লড়ার সিদ্ধান্ত নেন, তখনও তাঁর প্রচারের দায়িত্বে ছিলেন মিলার। সে বার অবশ্য ট্রাম্প হেরে গিয়েছিলেন। তবে ট্রাম্প-মিলার সখ্যে কোনও ছেদ পড়েনি।
আজ এক্স-এ মিলার বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওয়াশিংটনে দুর্দান্ত একটি সপ্তাহ কাটালাম। অনেক বন্ধু শহরে ছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ হল প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা হওয়া,তাঁকে কাজ করতে দেখা।’ হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পেরসঙ্গে তাঁর একটি ছবিও পোস্টকরেছেন মিলার।
রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপরে ২৫ শতাংশ অতিরিক্ত (মোট ৫০ শতাংশ) আমদানি শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এ রকম যে হতে পারে সেই আশঙ্কায় অগস্টের গোড়াতেই আমেরিকার দ্বিতীয় বৃহত্তম লবি-সংস্থা মার্কারি গ্লোবাল অ্যাফেয়ার্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস। তা ছাড়া, ‘বিজিআর অ্যাসোসিয়েটস’ নামে আর একটি আমেরিকান সংস্থার সঙ্গেও চুক্তি করেছে ভারতীয় দূতাবাস। তা ছাড়া, মিলারের সংস্থাটির সঙ্গে তো চুক্তি রয়েছেই। রাজনৈতিক মহলে প্রভাবশালী মিলার-সহ এই ‘লবিস্ট’রা ভারতকে কবে কোনও আশার কথা শোনাবেন, আপাতত সেই অপেক্ষায় সাউথ ব্লক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)