চিরাং জেলায় ফের ধরা পড়ল জেহাদি। রাজ্য পুলিশের আইজি এল আর বিষ্ণোই জানান, গত রাতে কোকরাঝাড় ও চিরাং পুলিশের যৌথ বাহিনী জেহাদি ঘাঁটির খবর পেয়ে তুলসিবিল, মুয়ামারি, ভাওরাগুড়ি, জয়পুর ও দাওখানগর এলাকায় তল্লাশি চালায়। দাওখানগর থেকেই ২০১৫ সালে জেহাদিদের বড় ঘাঁটি উৎখাত করা হয়েছিল। মিলেছিল অনেক অস্ত্রশস্ত্র। গত রাতের অভিযানে আবু বক্কর সিদ্দেক, জাহানূর আলম শেখ, সামাদ আলি মণ্ডল ও আজিজুর শেখ নামে চার জেহাদিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় একটি শক্তিশালী গ্রেনেড, একটি রিভলভার, ৭ রাউন্ড এম ২০ পিস্তলের গুলি, দু’টি সেনা পোশাক, পাঁচটি মোবাইল ফোন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্য দিকে, উত্তর গারো হিলের ডাইনাডুবিতে পুলিশের কাছে আত্মসমর্পণ করল এলএইএফের প্রধান ম্যাথু জি মোমিন, সহ-সেনাধ্যক্ষ রাবণ সাংমা ও আরও চার জঙ্গি। তারা একটি এ কে ৫৬ রাইফেল, একটি শটগান, দু’টি পিস্তল ও বিভিন্ন নথি জমা দিয়েছে।