জেএনইউয়ে ভাঙচুর ও হামলার ঘটনার তদন্তে নেমে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ-সহ বেশ কয়েক জন অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।
ঐশী জানান, পুলিশ জানতে চেয়েছিল যে, কোথায় বসে কথা বলতে তিনি স্বচ্ছন্দ। সেই অনুযায়ী, ক্যাম্পাসে ছাত্রসংসদ জেএনইউএসইউয়ের অফিসে বসেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তাঁর কথায়, ৫ জানুয়ারি ক্যাম্পাসে কী ঘটেছিল, তাঁকে মারধর করা দুষ্কৃতীদের তিনি চিহ্নিত করতে পারবেন কি না, কী ভাবে তাঁর উপরে আক্রমণ হয়েছিল, এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করেছেন পুলিশ অফিসারেরা। একই সঙ্গে তাঁর দাবি, তদন্তে সহযোগিতা করতে তিনি প্রথম থেকেই রাজি। শুধু চান যে, ক্যাম্পাসে তাণ্ডবের নিরপেক্ষ তদন্ত হোক।
পুলিশ সূত্রে অবশ্য খবর, সিমেস্টারে রেজিস্ট্রেশনে ঐশী-সহ আন্দোলনকারীরা বাধা দিচ্ছিলেন কি না, দিলে কেন দিয়েছেন, সেই প্রশ্ন করা হয়েছে ঐশীকে। এক দল মুখ ঢাকা ‘সঙ্গীর’ সঙ্গে পেরিয়ার হস্টেলে চড়াও হওয়ার যে ভিডিয়ো থেকে প্রাথমিক ভাবে ঐশীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে, সেখানে তিনি নিজেকে চিনতে পারছেন কি না, জিজ্ঞাসা করা হয়েছে সে কথাও। কী কী কারণে টানা এত দিন জেএনইউয়ে আন্দোলন চলছে, জানতে চাওয়া হয়েছে সে কথাও। জিজ্ঞাসাবাদের পর আর এক অভিযুক্ত পঙ্কজ মিশ্রও বলেছেন, সার্ভার রুম ভাঙচুরের ঘটনা থেকে শুরু করে বহু বিষয়েই খুঁটিয়ে জানতে চেয়েছে পুলিশ।