Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Surname

Surname Misinterpretation: পদবির সঙ্গে ‘অশ্লীল’ শব্দের মিল, দুয়ারে দুয়ারে ঘুরেও চাকরি পাচ্ছেন না তরুণী

অসমের গুয়াহাটির বাসিন্দা ওই তরুণীর নাম প্রিয়ঙ্কা। আদিবাসী সম্প্রদায়ের। প্রিয়ঙ্কা যে সম্প্রদায়ের সেখানে দু’ধরনের পদবির চল রয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২১ ১১:৪৯
Share: Save:

অনেক সময় নাম এবং অদ্ভুত পদবির কারণে নানা উপহাসের মুখে পড়তে হয়। অনেকেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। তা সে স্কুল, কলেজ, বন্ধু-বান্ধব হোক বা কর্মপ্রতিষ্ঠান। কিন্তু অদ্ভুত পদবির কারণে চাকরি পেতে সমস্যা হয়েছে, এমন ঘটনা খুব কমই শোনা গিয়েছে। তবে সম্প্রতি তেমন ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী। শুধুমাত্র পদবির সঙ্গে একটি ‘অশ্লীল’ শব্দের মিল থাকায় চাকরির আবেদনপত্রই গ্রহণ করা হয়নি বলে দাবি।

অসমের গুয়াহাটির বাসিন্দা ওই তরুণীর নাম প্রিয়ঙ্কা। আদিবাসী সম্প্রদায়ের। প্রিয়ঙ্কা যে সম্প্রদায়ের সেখানে দু’ধরনের পদবির চল রয়েছে। তারই একটি ‘—তিয়া’। প্রিয়ঙ্কার দাবি, যখনই কোনও চাকরির ফর্ম পূরণ করেছেন তাঁর ‘—তিয়া’ পদবির জন্য অনলাইন সফটওয়্যার সেটাকে অশ্লীল শব্দ হিসেবে চিহ্নিত করে তা বাতিল করেছে। ফলে আবেদন করেও তাঁর নাম বাতিল হয়েছে শুধুমাত্র অশ্লীল শব্দের সঙ্গে পদবির মিল থাকার জন্য! অনেক বেসরকারি সংস্থাও তাঁর এই পদবির জন্য আবেদনপত্র বাতিল করেছে বলেও দাবি প্রিয়ঙ্কার।

কিন্তু শেষমেশ তাঁর এই পদবির ব্যাখ্যা দেওয়ার জন্য নেটমাধ্যমকে বেছে নেন প্রিয়ঙ্কা। একই সঙ্গে তাঁর সমস্যা সম্পর্কেও জানান। প্রিয়ঙ্কা জানান, যখনই কোনও চাকরির ইন্টারভিউ দিতে যেতেন, তাঁর পদবি শুনে সকলে উপহাস করতেন। তাঁর কথায়, ‘‘লোকজনকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি যে, আমার পদবি কোনও অশ্লীল শব্দ নয়। নিছকই পদবি। আমাদের সম্প্রদায়ে এই পদবিই অধিকাংশ মানুষের।’’

বার বার আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার পর শেষমেশ এক সংস্থায় তাঁকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা। কিন্তু তাঁর পদবির জন্য যে হয়রানি এবং উপহাসের শিকার হতে হচ্ছে তা নিয়ে শঙ্কিত, এমনই জানিয়েছেন প্রিয়ঙ্কা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Surname Jobs Assam woman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE