Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Hansraj Ahir

তাঁর অনুষ্ঠানে কেন নেই? ‘মাওবাদী’ ডাক্তারদের গুলির হুমকি মন্ত্রীর

অনুষ্ঠানে গিয়েই রেগে লাল হয়ে যান আহির। রাগের কারণ, অনুষ্ঠানে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি। তার পরই তাদের উদ্দেশে মন্ত্রী মরাঠীতে বলেন, ‘‘গণতন্ত্র যখন মানবেনই না, তখন যান, মাওবাদী দলে যোগ দিন।’’

হংসরাজ আহির। ফাইল চিত্র।

হংসরাজ আহির। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৭:০৯
Share: Save:

যে কেউ নন, তিনি গিয়েছেন! তিনি কেন্দ্রীয় মন্ত্রী। আর সেখানে হাজির নেই কোনও সিনিয়র ডাক্তার! ‘রেগে আগুন তেলে বেগুন’ কেন্দ্রীয় মন্ত্রী সেই গরহাজির ডাক্তারদের মাওবাদী দলে নাম লেখাতে বললেন! হুমকি দিলেন তাঁদের বুলেটে ঝাঁঝরা করে দেওয়ারও!

মহারাষ্ট্রের চন্দ্রপুরে গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল (জিএমসিএইচ)-এ একটি জেনেরিক ওষুধের দোকান উদ্বোধনে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। সোমবার। আহির স্থানীয় সাংসদ। সেই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না ডিস্ট্রিক্ট সিভিল সার্জন উদয় নাওয়াদে ও হাসপাতালের ডিন এসএস মোরে।

কিন্তু, অনুষ্ঠানে গিয়েই রেগে লাল হয়ে যান আহির। রাগের কারণ, অনুষ্ঠানে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি। তার পরই তাদের উদ্দেশে মন্ত্রী মরাঠীতে বলেন, ‘‘গণতন্ত্র যখন মানবেনই না, তখন যান, মাওবাদী দলে যোগ দিন। মাওবাদীরা কী চায়? তারা গণতন্ত্র চায় না। আমি স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে। তাই বিষয়টি জানি।’’ এর পরই অনুপস্থিত চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘‘এই চিকিৎসকরাও, মনে হয়, গণতন্ত্র চান না। ওঁরা বরং মাওবাদী দলে নাম লেখান। এখানে থাকার দরকার কী? মাওবাদীদের সঙ্গে যান। বুলেটে ঝাঁঝরা করে দেব।’’ মন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘আমি যখন হাসপাতালে এসেছি, তখন কী ভাবে ওঁরা গরহাজির থাকেন?’’

আরও পড়ুন: অর্থনীতিতে ব্রিটেন, ফ্রান্সকে ভারত টপকাবে ২০১৮-য়: রিপোর্ট

মন্ত্রীর ওই মন্তব্যের পর সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় ডিস্ট্রিক্ট সিভিল সার্জন উদয় নাওয়াদের সঙ্গে। উদয় বলেন, ‘‘২৩ তারিখ থেকে মঙ্গলবার পর্যন্ত ছুটিতে ছিলাম। রবিবার অনেক রাতে আমন্ত্রণ পেয়েছিলাম। ফলে আমার পক্ষে যাওয়া কোনও ভাবেই সম্ভব ছিল না।’’

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hansraj Ahir হংসরাজ আহির Naxal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE