‘এক দেশ এক ভোট’ প্রসঙ্গে দেশের মানুষ কী ভাবছেন, তা জানতে আগামী মে মাস থেকে রাজ্যওয়াড়ি সফর শুরু করতে চলেছে যৌথ সংসদীয় কমিটি। আজ কমিটির চেয়ারম্যান পি পি চৌধরি জানান, ১৭-১৮ মে মহারাষ্ট্র এবং ১৯-২১ মে উত্তরাখণ্ড সফর করবে দলটি। জুনে জম্মু-কাশ্মীর ও লাদাখ সফর করার কথা রয়েছে ওই কমিটির।
‘এক দেশ এক ভোট’ বিলে পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে সরকার পড়ে গেলে বাকি সময়ের জন্য ভোট করানোর সুপারিশ করা হয়েছে। বাকি সময়ের জন্য সরকার গড়তে চেয়ে কেন কেন্দ্রে রাষ্ট্রপতি ও রাজ্যে রাজ্যপালের কাছে বিরোধী দলের দরবার করার প্রস্তাব ওই বিলে নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন কমিটির সদস্য তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের সরকার গড়ার সুযোগ দেওয়ার বিষয়টি যে বিলে থাকা উচিত, কল্যাণের ওই দাবি মেনে নেন অধিকাংশ সদস্যই। বৈঠকে বিজেপি সাংসদ বাঁশুরী স্বরাজ একটি ব্যাগ নিয়ে বৈঠকে উপস্থিত হন। যাতে লেখা ‘ন্যাশনাল হেরাল্ড কী লুট’। এই মামলায় অভিযোগের নিশানায় রয়েছেন কংগ্রেসের সনিয়া ও রাহুল গান্ধী। ঘটনাচক্রে গান্ধী পরিবারের আর এক সদস্য প্রিয়ঙ্কা গান্ধী বঢরাও ‘এক দেশ এক ভোট’ জেপিসি কমিটির সদস্য। সূত্রের মতে, তাঁকে অস্বস্তিতে ফেলতেই ব্যাগে ওই লাইনটি লিখিয়ে আনেন বাঁশুরী। প্রসঙ্গত, এর আগে প্রিয়ঙ্কাও এক দিন ‘প্যালেস্টাইন’, আর এক দিন ‘স্ট্যান্ড উইথ বাংলাদেশি হিন্দু অ্যান্ড খ্রিশ্চানস’ লেখা ব্যাগ নিয়ে নজর কেড়েছিলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)