আগামিকাল শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। প্রায় এক মাস ধরে চলা ওই অধিবেশনে বিরোধীদের আক্রমণে মোকাবিলা কী ভাবে করা হবে, তা চূড়ান্ত করতে আগামিকাল সকালে বৈঠক ডাকলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বৈঠকে কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন দলের মুখ্য ও সহকারী সচেতকরা।
বিজেপি সূত্রের মতে, এ বারের অধিবেশনে সরকার পক্ষকে আক্রমণ শানানোর প্রশ্নে একাধিক হাতিয়ার রয়েছে বিরোধীদের হাতে। বাজেট ও বাদল অধিবেশনের মধ্যে ঘটে গিয়েছে পহেলগামের জঙ্গি হামলা। ঘটনার পরে একশো দিন কেটে যাওয়ার মুখে। এখনও হামলাকারীদের ধরতে না পারায় রীতিমতো চাপে মোদী সরকার। উপরন্তু ‘অপারেশন সিঁদুর’-এর সময়ে সংঘর্ষবিরতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার হস্তক্ষেপের ঘোষণায় অস্বস্তিতে শাসক শিবির। পাশাপাশি বিহারে ভোটার তালিকা সংশোধনের নামে বিতর্কও বিরোধীদের নির্বাচন কমিশন তথা শাসক শিবিরকে আক্রমণ শানানোর সুযোগ করে দিয়েছে। অন্য দিকে দেশ জুড়ে বাংলায় কথা বলার অপরাধে বাঙালিদের উপর চলা ধরপাকড় নিয়ে সংসদের উভয় কক্ষে সরব হওয়ার কৌশল নিয়েছো তৃণমূল। তাই সামগ্রিক ভাবে বিরোধীদের নানাবিধ আক্রমণের মোকাবিলা কী ভাবে করা যায়, তা স্থির করতে দুই কক্ষের মুখ্য সচেতক ও সচেতকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নড্ডা। আগামিকাল সকালে সংসদে নড্ডার কক্ষে ওই বৈঠকে হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)