Advertisement
E-Paper

ব্যক্তি স্বাধীনতা বা মানবাধিকার রক্ষা সুপ্রিম কোর্টের কাজ’! তদন্তকারী সংস্থাগুলি নিয়েও সরব বিচারপতি

বিচারপতি ভূঞার মতে, বিচার বিভাগের স্বাধীনতা আলোচনাযোগ্য নয়। এ-ও জানান, বিচারপতি বা বিচারকদের বদলি এবং পদোন্নতি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা থাকতে পারে না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ২১:৪৮
Justice Ujjal Bhuyan said that Supreme Court exists for upholding personal liberty, human rights

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ব্যক্তি স্বাধীনতা এবং মানবাধিকার রক্ষা করাই সুপ্রিম কোর্টের কাজ। এমনই মনে করেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি উজ্জ্বল ভূঞা। মানবাধিকার লঙ্ঘন বা ব্যক্তি স্বাধীনতা হরণ হয়, এমন কোনও কাজকে মান্যতা দেওয়া সুপ্রিম কোর্টের উচিত নয়, মত বিচারপতির।

গোয়ায় এক অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিচারপতি ভূঞা। সেই অনুষ্ঠানে আইনরক্ষা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করেন তিনি। বিচারপতি ভূঞা মনে করেন, দেশের সব আদালতকে আইনের সমন্বয় রক্ষার জন্য এক কণ্ঠে কথা বলতে হবে। তাঁর মতে, মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু আইনের মৌলিক বিষয়গুলি নিয়ে ভিন্নমত পোষণ করা উচিত নয়। বিচারপতি ভূঞার কথায়, ‘‘ধারণা ভিন্ন হতেই পারে। কিন্তু আমরা যখন আইনের নীতি প্রয়োগ করি তখন সুপ্রিম কোর্টে বহুমুখী মতামত থাকতে পারে না।’’

বিচারপতি ভূঞা মনে করেন, সকলকে সংবিধান মেনে চলতে হবে। শুধু তা-ই নয়, দেশের তদন্তকারী সংস্থাগুলিকেও বার্তা দিয়েছেন তিনি। বিচারপতি মনে করেন, তদন্তকারী সংস্থাগুলির উচিত বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করা। রাজনৈতিক পক্ষপাতদুষ্ট না-হয়ে অপরাধ এবং অপরাধীদের নিশানা করা উচিত।

বিচারপতি ভূঞার মতে, ‘‘আমরা যদি দুর্নীতি প্রতিরোধ আইনের আসল উদ্দেশ্য অর্জন করতে পারি, তবে আমাদের সামাজিক পরিবর্তন ঘটবে।’’ বিচারপতি ভূঞার মতে, বিচার বিভাগের স্বাধীনতা আলোচনাযোগ্য নয়। এ-ও জানান, বিচারপতি বা বিচারকদের বদলি এবং পদোন্নতি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা থাকতে পারে না।

Supreme Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy