Advertisement
০৪ মে ২০২৪

নাম নিয়ে প্রশ্ন কমলাক্ষের

রাজ্য সরকারের বিজ্ঞপ্তির জন্য আটকে রয়েছে শিলচর রেল স্টেশনের নামবদলের বিষয়। গত সেপ্টেম্বরেই কেন্দ্র ভাষাশহিদ স্টেশন নামকরণে তাদের সম্মতির কথা জানিয়ে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শিলচর শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ০৪:০৮
Share: Save:

রাজ্য সরকারের বিজ্ঞপ্তির জন্য আটকে রয়েছে শিলচর রেল স্টেশনের নামবদলের বিষয়। গত সেপ্টেম্বরেই কেন্দ্র ভাষাশহিদ স্টেশন নামকরণে তাদের সম্মতির কথা জানিয়ে দিয়েছে। রাজ্য সরকারকে এ জন্য গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছিল। কিন্তু সে ব্যাপারে দিসপুর গড়িমসি করে চলেছে বলে অভিযোগ। বিধানসভার প্রশ্নোত্তরে বিষয়টি আজ স্পষ্ট ধরা পড়ে। উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রশ্নের জবাবে রাজ্যের পরিবহণমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানান, ভাষাশহিদ স্টেশন নামকরণের জন্য গেজেট বিজ্ঞপ্তির জন্য যে নির্দেশ কেন্দ্র দিয়েছে, তা এখন রাজ্য সরকারের বিবেচনাধীন।

কেন ৫ মাসেও বিজ্ঞপ্তি জারি করা হল না, হলে কবে নাগাদ হবে, এই সব প্রশ্নে অবশ্য কমলাক্ষবাবু কোনও স্পষ্ট জবাব পাননি। সব প্রশ্নের এক উত্তর— ‘রাজ্য সরকারের বিবেচনাধীন।’

১৯৬১ সালের ১৯ মে ভাষা আন্দোলনে শিলচর স্টেশনে ১১ জন তরুণ-তরুণী পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেশনের নাম ভাষাশহিদ রাখার জন্য বরাকবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। দফায় দফায় আন্দোলন হয়েছে। তারই জেরে তরুণ গগৈ সরকার এই নাম বদলে আপত্তি নেই বলে কেন্দ্রকে জানিয়েছিল। ভোটের আগে বিজেপি এই দাবিতে তাদের সায় জানিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Silchar Kamalaksa de Purakayasta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE