আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
শিক্ষকতার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। অতিথি শিক্ষক (গেস্ট ফ্যাকাল্টি) নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের আইন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। শূন্যপদ দু’টি। পরিবেশবিদ্যা এবং ইংরেজি পড়াতে হবে। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে এবং পিএইচডি থাকলে অগ্রাধিকার মিলবে।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। পরিবেশবিদ্যা বিষয়ের ইন্টারভিউ হবে ১৬ ডিসেম্বর এবং ইংরেজির জন্য ১৭ ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ১১টা থেকে শুরু হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে ঠিকানায় পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তিটি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://www.knu.ac.in/) থেকেই পাওয়া যাবে। সেখানেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।