ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ায় সিনেমার একাধিক বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ফিল্ম অ্যাপ্রিসিয়েশন নিয়ে স্বল্প মেয়াদী কোর্স করার সুযোগ রয়েছে। এফটিআইআই-র লখনউ-র শাখায় পড়তে হবে। ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে, সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। আসন সংখ্যা ১৫টি। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। কোর্সমূল্য ৭ হাজার টাকা। ১২ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
‘রাইটার্স রিট্রিট’ বিষয়ের উপর স্বল্পমেয়াদি কোর্স করাবে পুণের এফটিআইআই। ১২ জানুয়ারি থেকে ৩ এপ্রিল ক্লাস হবে, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। আসন সংখ্যা ১৫টি। স্নাতক উত্তীর্ণেরা কোর্সটি করার সুযোগ পাবেন। কোর্সমূল্য ৭৫ হাজার টাকা। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ১৫ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
আরও পড়ুন:
চলচ্চিত্র পরিচালনার মৌলিক বিষয়গুলি নিয়ে পাঁচ দিনের কোর্স করাবে এই প্রতিষ্ঠান। ৫ থেকে ৯ জানুয়ারি ক্লাস হবে, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। আসন সংখ্যা ৩৭টি। দ্বাদশ উত্তীর্ণেরা কোর্সটি করার সুযোগ পাবেন। কোর্সমূল্য ৩ হাজার ৯০০ টাকা। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ১০ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এ ছাড়াও আরও কোর্সের সুযোগ দিচ্ছে এফটিআইআই। শুধু পুণেই নয়, দেশের বিভিন্ন শাখাতেই এমন স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ রয়েছে। সেই সমস্ত তথ্য বিস্তারিত জানা যাবে এফটিআইআই-র ওয়েবসাইটে থেকেই।