Advertisement
১০ মে ২০২৪
Kangna Ranaut

ওঁকেও চার দিন জেলে রেখে দিন, জয়সিংহকে কটূক্তি কঙ্গনার

প্রশ্ন শেষ হওয়ার আগেই অভিনেত্রী বলেন, ‘‘ওই মহিলাকে ওই আসামিদের সঙ্গে জেলে চার দিন রেখে দিন। রাখা উচিত।’’

কঙ্গনা রানাউত। —ফাইল চিত্র

কঙ্গনা রানাউত। —ফাইল চিত্র

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ০৩:৪৮
Share: Save:

নতুন ছবির প্রচারে প্রশ্ন এসেছিল নির্ভয়া-কাণ্ড নিয়ে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই নাম-না করে আইনজীবী ইন্দিরা জয়সিংহকে কদর্য আক্রমণ করে বসলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

টুইটারে ইন্দিরা সম্প্রতি নির্ভয়ার মা আশা দেবীকে আর্জি জানান, তিনি যেন তাঁর কন্যার ধর্ষণ-খুনে ফাঁসির সাজাপ্রাপ্ত চার আসামিকে ক্ষমা করে দেন— যেমন রাজীব গাঁধীর হত্যাকারী নলিনীকে ক্ষমা করে দিয়েছিলেন সনিয়া গাঁধী। আজ কঙ্গনার সাংবাদিক বৈঠকে প্রসঙ্গটি ওঠে। সাংবাদিক ইন্দিরার নাম করেননি। বলেন ‘এক মহিলা’। প্রশ্ন শেষ হওয়ার আগেই অভিনেত্রী বলেন, ‘‘ওই মহিলাকে ওই আসামিদের সঙ্গে জেলে চার দিন রেখে দিন। রাখা উচিত। এটা দরকার। এঁরা কী ধরনের মহিলা, যাঁদের বড় দয়া হচ্ছে! এই ধরনের মহিলাদের গর্ভেই এমন দানব ও খুনিরা জন্মায়।’’

কঙ্গনার কথায় হাততালি পড়ে। কিন্তু পরে অভিনয়ের জগতেই সমালোচিত হয়েছে তাঁর ওই মন্তব্য। সাংবাদিক বৈঠকের ভিডিয়ো-সহ প্রতিবেদনটি টুইট করে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছেন, ‘‘বহু দিক থেকেই এটা ভুল। ধর্ষকেরা ধর্ষণ করেছে বলে তাদের মায়েদের দায়ী করা হবে? কঙ্গনা রানাউত, আপনার মতামত প্রকাশের অধিকার আছে। সেটা কি আপনি এই ভাবে করে থাকেন? এতে আগাগোড়া রয়েছে নারীবিদ্বেষ এবং মহিলাদের প্রতি অসম্মান। #লজ্জা।’’ আশা দেবী অবশ্য কঙ্গনার সঙ্গে একমত। বলেছেন, ‘‘কঙ্গনাকে ধন্যবাদ। অন্তত তিনি তো এই ঘৃণ্য বিষয়টার জবাব দিলেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirbhaya Rape Case Kangna Ranaut Indira Jaising
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE