বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ‘অভিশাপে’ই কি সঙ্কটে পড়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের জোট সরকার? কঙ্গনার বিরুদ্ধে উদ্ধবের পুরনো ‘কর্মে’র ফলেই কি মহা বিকাশ অগাড়ি (এমভিএ) জোটের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে? এমনই জল্পনা শুরু হয়েছে নেটমাধ্যমে। কঙ্গনার পুরনো একটি ভিডিয়ো ভাইরাল হতেই উদ্ধবকে তাঁর পুরনো ‘কর্মে’র কথা মনে করিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের একাংশ। উদ্ধবের এই ‘মহা-সঙ্কটে’ তাঁদের দাবি, দুঃখজনক হলেও এটাই সত্যি— যেমন কর্ম, তেমন ফল!
২০২০ সালে সেপ্টেম্বরে মুম্বইয়ে বেআইনি নির্মাণের অভিযোগে কঙ্গনার অফিসঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। ঘটনাচক্রে, বিএমসি-র ওই পদক্ষেপের আগেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের সঙ্গে টুইট-তরজায় জড়িয়ে পড়েন কঙ্গনা। সে সময় উদ্ধবের বিরুদ্ধে টুইটারে একের পর এক তোপ দেগেছিলেন কঙ্গনা। নেটমাধ্যমে তেমন কয়েকটি পুরনো ভিডিয়ো এবং টুইট ভাইরাল হয়েছে। সে সময়কার একটি ভিডিয়োয় কঙ্গনা বলেছিলেন, ‘‘উদ্ধব ঠাকরে, তুমি ভেবেছ সিনেমা (জগতের) মাফিয়াদের সঙ্গে মিলে আমার ঘর ভেঙে প্রতিশোধ নিয়ে নিলে? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোমার অহঙ্কার চূর্ণ হবে।’’