পঞ্চায়েত ভোট নিয়ে পশ্চিমবঙ্গে যখন হানাহানি, উত্তেজনা, ঠিক সেই সময় শনিবার বিধানসভা ভোটের দিন উল্টো ছবি ধরা পড়ল কর্নাটকে। উন্মাদনা আছে, কিন্তু নেই উত্তেজনা। কে জিতবেন? কংগ্রেসের সিদ্দারামাইয়া নাকি বিজেপির বি এস ইয়েদুরাপ্পা।
শিকারিপুর কেন্দ্রে সকাল সকাল ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন ইয়েদুররাপ্পা। তাঁর দাবি, কর্নাটকের ২২৪টা আসনের মধ্যে বিজেপি কমকরে ১৪৫-১৫০টা আসন পাবে। একই সঙ্গে তিনি ১৭ মে শপথ নেবেন বলেও ঘোষণা করে দিয়েছেন।
২২৪টা আসনের মধ্যে এ দিন কর্নাটকে ভোট হচ্ছে ২২২টি আসনে। প্রার্থীর সংখ্যা প্রায় ২৬০০। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট নেওয়ার কাজ। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। বিজেপি প্রার্থীর মৃত্যুর জন্য একটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। অন্যদিকে জাল ভোটার কার্ড নিয়ে অভিযোগের জেরে আর আর নগর কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়েছে। আর আর নগর কেন্দ্র ভোট নেওয়া হবে ২৮ মে। গণনা ৩১ মে।