Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩
Make Up artist

অভিনব মেক আপ করাতে গিয়ে পাত্রীর মুখ পোড়ালেন রূপটান শিল্পী! রূপ দেখে বিয়ে ভাঙলেন পাত্র

পাত্রীর মুখ ফুলে কালো হয়ে গিয়েছে দেখেই বিয়ে করতে অস্বীকার করেন পাত্র। পাত্রীর পরিবারের তরফে ওই রূপটান শিল্পীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

Groom calls of wedding as bride’s make up gone wrong.

গরম বাষ্পের কারণেই মুখ পুড়ে গিয়েছে বলে অভিযোগ পাত্রীর। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ১২:৪৭
Share: Save:

বিয়ের আগে মেক আপ করাতে রূপটান শিল্পীর কাছে গিয়েছিলেন। কিন্তু রূপটান শিল্পীর দেওয়া প্রসাধন সামগ্রী মুখে লাগাতেই বিপর্যয়। মুখ ফুলে ঢোল হয়ে গেল পাত্রীর। যার জেরে বিয়ে ভেঙে গেল তাঁর। কর্নাটকের হাসান জেলার আরাসিকেরে গ্রামের ঘটনা। পাত্রী বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পাত্রীর মুখ ফুলে কালো হয়ে গিয়েছে দেখেই বিয়ে করতে অস্বীকার করেন পাত্র। পাত্রীর পরিবারের তরফে ওই রূপটান শিল্পীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

মেক আপ করাতে গিয়ে বিপাকে পড়া পাত্রীর অভিযোগ, গঙ্গা নামের ওই রূপটান শিল্পী তাঁকে অভিনব সাজে সাজিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো অভিযুক্ত তাঁর মুখে প্রসাধনী লাগিয়ে গরম বাষ্প দিতে শুরু করেন। আর সেই গরম বাষ্পের কারণেই তাঁর মুখ পুড়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন পাত্রী।

মহিলার পরিবার গঙ্গার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে বলেও পুলিশ সূত্রে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE