Advertisement
E-Paper

জাতীয় সঙ্গীত জানেন না কর্নাটকবাসীরা, বিতর্কিত মন্তব্য গোয়ার শিবসেনা প্রধানের

লেট নাইট পার্টি নিয়েও প্রশ্ন তোলেন জোশী। তাঁর প্রশ্ন, রাত ১২টায় পাবে গিয়ে ছেলেমেয়েরা একসঙ্গে বসে মদ্যপান করছে, হইহুল্লোর করছে, এটা কি ঠিক?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ১১:২০
গোয়ার শিবসেনা নেতা শিবপ্রসাদ জোশী। ছবি: সংগৃহীত।

গোয়ার শিবসেনা নেতা শিবপ্রসাদ জোশী। ছবি: সংগৃহীত।

জাতীয় সঙ্গীত কী ভাবে গাইতে হয় সেটা নাকি কর্নাটকের বহু মানুষই জানেন না! শনিবার এমনই মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন গোয়ায় শিবসেনার রাজ্য সভাপতি শিবপ্রসাদ জোশী। তাঁর এই মন্তব্য নিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল— সর্বত্রই তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে।

জোশীর মতে, গোয়াবাসীরা দেশপ্রেমী। এখানকার ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পুরোপুরি এবং ভাল ভাবে গাইতে পারে। এর পরই কর্নাটকের তুলনা টেনে এনে তাঁর মন্তব্য, জাতীয় স্তোত্র কী ভাবে গাইতে হয় তা কর্নাটকের বহু মানুষই জানেন না! এখানেই থেমে থাকেননি জোশী। কটাক্ষের সুরে এর পর বলেন, “জাতীয় সঙ্গীত তো বটেই, জাতির জনক কে সেটাই জানেন না কর্নাটকের মানুষ।”

আরও পড়ুন: দিল্লি মেট্রোয় পকেটমারদের ৯০ শতাংশই মহিলা!

লেট নাইট পার্টি নিয়েও প্রশ্ন তোলেন জোশী। তাঁর প্রশ্ন, রাত ১২টায় পাবে গিয়ে ছেলেমেয়েরা একসঙ্গে বসে মদ্যপান করছে, হইহুল্লোর করছে, এটা কি ঠিক? পর্যটকদের ক্ষেত্রে এ সব মানায়, কিন্তু স্থানীয় ছেলেমেয়েরা যদি এমনটা করে থাকেন সেটা বরদাস্ত করা হবে না। তবে পাব কালচারের উপর নিষেধাজ্ঞা চাইছে না শিবসেনা, জানান জোশী।

ওই দিন তিনি রাম সেনা প্রধান প্রমোদ মুত্তালিকের প্রসঙ্গ তুলে তাঁকে মহিলাদের ‘ত্রাতা’ বলে সম্বোধন করেন জোশী। ২০০৯-এ ম্যাঙ্গালোরে এক পাবে গিয়ে ছেলেমেয়েদের মারধর করে রাম সেনার কর্মীরা। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। নীতি পুলিশির জন্য ২০১৪-তে গোয়ায় মুত্তালিকের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে সেখানকার সরকার। ম্যাঙ্গালোর কাণ্ডের জন্য সেই মুত্তালিকের প্রতি প্রশংসার সুর শোনা গিয়েছে জোশীর গলায়। পাশাপাশি তিনি জানান যদি গোয়াতে রাম সেনা ভাল কাজ করতে চায়, তা হলে অবশ্যই শিবসেনা তাদের সমর্থন করবে।

Shiv Sena Goa Karnataka National Anthem গোয়া শিবসেনা কর্নাটক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy