উচ্চতা পাঁচ ফুটের কাছাকাছি। ছোটখাটো চেহারা। নাভেদ জাটের সঙ্গে অনেকটাই মিল ২৬/১১ জঙ্গি হামলায় ধৃত জঙ্গি আজমল আমির কাসভের সঙ্গে। দু’জনই পাকিস্তানি। ঠান্ডা মাথায় খুনের ক্ষেত্রেও দু’জনের সমান কুখ্যাতি। কিন্তু শুধু চেহারা-চরিত্রেই নয়, এ বার দুই জঙ্গির মধ্যে আরও বড় সাযুজ্য ফাঁস করল পুলিশ। কাসভের সঙ্গে একই জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ হয়েছিল নাভেদের। কাশ্মীর পুলিশের আইজি শ্যাম প্রকাশ পানি জানান, ২০১৪ সালে গ্রেফতারের পর নাভেদকে জিজ্ঞাসাবাদে পুলিশ এই তথ্য জানতে পারে।
এই নাভেদ জাট ‘রাইজিং কাশ্মীর’ পত্রিকার সম্পাদক শুজাত বুখারি হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বদগাঁওয়ে অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ বাহিনী। তাতেই এনকাউন্টারে মৃত্যু হয় নাভেদের। নাভেদের মৃত্যুতে পুলিশ মহলে কিছুটা স্বস্তি ফিরেছে। কাশ্মীর পুলিশের এক শীর্ষকর্তা মুনির আহমেদ বলেন, ‘‘এই ঘটনা বড় সাফল্য এবং স্বস্তি দিয়েছে।’’
আইজি শ্যাম প্রকাশ বলেন, ‘‘২০১২ সালে পাকিস্তান থেকে ভারতে ঢোকার আগে নাভেদ এবং কাসভ একই গ্রুপের সদস্য ছিল। একটি মাদ্রাসায় দু’জনকে একই সঙ্গে প্রশিক্ষণ দিয়েছিল। ২০১৪ সালে গ্রেফতারের পর তাকে জেরায় এই তথ্য পেয়েছিল কাশ্মীর পুলিশ।’’