আর্মেনিয়ার পরে এ বার কাজাখস্তান। সামরিক সহযোগিতা চেয়ে নয়াদিল্লিতে বার্তা এল সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত আর একটি দেশের তরফে। প্রায় দু’দশকের পুরনো ৩০টি সুখোই-৩০ (এসইউ-৩০ নামে যা পরিচিত) যুদ্ধবিমানের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকীকরণের জন্য ভারতের সাহায্য চেয়েছে তারা।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, সম্প্রতি কাজাখস্তানের উচ্চপদস্থ সামরিক কর্তাদের একটি দল ভারতে এসে তাদের এসইউ-৩০ এসএম যুদ্ধবিমানের সংস্কার ও আধুনিকীকরণের জন্য সহায়তা চেয়েছে। ভারতীয় বায়ুসেনা ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণের জন্য সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় ‘সুপার সুখোই’ কর্মসূচি শুরু করেছে ভারত। কাজাখস্তান সেই কর্মসূচির অংশ হতে চেয়েছে।
কাজাখস্তানের এসইউ-৩০ এসএম এবং ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানের মধ্যে প্রযুক্তি এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে প্রায় ৮৫ শতাংশ মিল রয়েছে। ‘সুপার সুখোই’ কর্মসূচির প্রাথমিক লক্ষ্য শত্রুপক্ষের রাডারের নজরদারি এড়াতে সেগুলিতে আংশিক ‘স্টেলথ্ প্রযুক্তি’ সংযোজিত করা। এ ছাড়া, ‘নিশানা’ চিহ্নিত করার জন্য বসানো হয়ে নতুন প্রযুক্তি। প্রসঙ্গত, সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান কেনা এবং যৌথ উৎপাদনের বিষয়ে ১৯৯৮ সালে নয়াদিল্লি-মস্কো চুক্তি হয়েছিল। বর্তমানে ভারতীয় বায়ুসেনায় মোট ২৫৯টি সুখোই রয়েছে। বস্তুত, ভারতীয় বায়ুসেনার মোট ২৪টি ফাইটার স্কোয়াড্রনের মধ্যে ১২টি সুখোই-৩০ যুদ্ধবিমান ব্যবহার করে।