‘ভারত-বিরোধী’ আমেরিকান ধনকুবের জর্জ সোরোসের নির্দেশে এ দেশে অস্থিরতা তৈরির জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সরব হলেন কেন্দ্রীয় সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু।
রাহুল গান্ধীর সঙ্গে সোরোসের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিজেপি নেতৃত্ব। ‘ঘোষিত ভারত-বিরোধী’ সোরোস রাহুলের মাধ্যমে নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে গত কাল সংবাদমাধ্যমে দাবি করেন কিরেণ। তিনি বলেন, ‘‘ভারতে অস্থিরতা তৈরিতে এক ট্রিলিয়ন ডলার নিয়ে প্রস্তুত রয়েছেন সোরোস। আমেরিকা, কানাডাতে খলিস্তানপন্থীরা সক্রিয়, বেশ কিছু বাম সংগঠন ভারতকে দুর্বল করতে মরিয়া। আর এদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন রাহুল। যা উদ্বেগজনক।’’
রাহুলের কারণে কেবল দেশই নয়, তাঁর নিজের দল কংগ্রেসও সমস্যায় পড়ছে বলে দাবি করেছেন কিরেণ। তাঁর কথায়, ‘‘রাহুল তাঁর দলের কথাই শোনেন না। রাহুল গান্ধী যখন (সংসদে) বক্তব্য রাখেন, তখন তাঁর দলের সাংসদেরা চিন্তিত হয়ে পড়েন। পাছে রাহুল কিছু উল্টোপাল্টা বলে বসেন। যার ফল দলকে ভুগতে হয়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)