Advertisement
E-Paper

উত্তর-পূর্বের বাঁধ-বিরোধী আন্দোলন উস্কে দিল কেরল

বড় বাঁধ বাতিলের দাবিতে ৩১ অগস্ট থেকে রাজ্যজুড়ে ফের আন্দোলন শুরু হবে। সংগ্রাম সমিতি ও আরও ২৬ টি সংগঠনের আন্দোলনে ২০১১ সাল থেকে নামনি সুবনসিরি বৃহৎ নদীবাঁধের কাজ থমকে আছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ০২:৫০
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

উত্তর-পূর্বের বাঁধ-বিরোধী আন্দোলনকে ফের উস্কে দিল কেরলের ভয়াবহ বন্যা। অভিযোগ, অতি বর্ষণের ফলে কেরলের ৪০টি নদীবাঁধ থেকে এক সঙ্গে জল ছাড়ায় প্লাবিত হয় গোটা রাজ্য। তারই জের টেনে অসম ও অরুণাচলে বৃহৎ নদীবাঁধ বিরোধী আন্দোলন তীব্রতর করার সিদ্ধান্ত নিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি।

তাদের তরফে আজ ঘোষণা করা হয়, বড় বাঁধ বাতিলের দাবিতে ৩১ অগস্ট থেকে রাজ্যজুড়ে ফের আন্দোলন শুরু হবে। সংগ্রাম সমিতি ও আরও ২৬ টি সংগঠনের আন্দোলনে ২০১১ সাল থেকে নামনি সুবনসিরি বৃহৎ নদীবাঁধের কাজ থমকে আছে।

সমিতির নেতা অখিল গগৈ বলেন, কেরল সরকার বিশেষজ্ঞ সমিতির প্রতিবেদন নাকচ করে বাঁধ গড়েছিল। তার ফল আজ ভুগতে হচ্ছে।

আরও পড়ুন: ভাসল ভিটের গ্রামও, তবু নীরব ‘ভূমিপুত্র’

একই চক্রান্ত চলছে উত্তর-পূর্বে। তাঁর বক্তব্য, বিশেষজ্ঞরা বার বার বলছেন গেরুকামুখ বাঁধের নকশায় গণ্ডগোল আছে। বাস্ততন্ত্রের উপরে ওই বাঁধের প্রভাব ক্ষতিকর হবে। সব জেনেও বাঁধ তৈরির চেষ্টা চলছে। অরুণাচলে মোট ১৬৮টি বাঁধ তৈরি হতে চলেছে। প্রাকৃতিক বিপর্যয় হলে ওই সব বাঁধের কারণেই ধ্বংসের মুখে পড়বে অসম।

Kerala Flood Kerala কেরল Krishak Mukti Sangram Samity Anti-dam movement Assam Arunachal Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy