E-Paper

বিজেপির হিংসা: মানবাধিকার কমিশনে যাবে কৃষক সভা

শুধু রবার বাগান নয়, প্রায় ৫০০ একর জুড়ে ২৮৬টি আনাজের খেত, চাষিদের গবাদি পশু পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের চাষ হত এমন ৬০টি ঝিলে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৩ ০৭:৩৪
A Photograph of National Human Rights Commission

জাতীয় মানবাধিকার কমিশনে। ফাইল ছবি।

সিপিএমের শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রথম বার উত্তর ত্রিপুরার যুবরাজনগর থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছেন। ভোটে জেতার পরে তাঁর আট বিঘা জমিতে রবারের বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছে। একা শৈলেন্দ্রর নয়। ভোট পরবর্তী হিংসায় ত্রিপুরা জুড়ে প্রায় এক হাজার একর জুড়ে ২১১টি রবার বাগান জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে আজ দিল্লিতে অভিযোগ তুলল সিপিএমের কৃষক সভা। এ বিষয়ে তারা জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জানাবে।

বাম জমানায় ত্রিপুরার মন্ত্রী পবিত্র কর আজ অভিযোগ করেন, শুধু রবার বাগান নয়, প্রায় ৫০০ একর জুড়ে ২৮৬টি আনাজের খেত, চাষিদের গবাদি পশু পুড়িয়ে দেওয়া হয়েছে। মাছের চাষ হত এমন ৬০টি ঝিলে বিষ ঢেলে মাছ মেরে ফেলা হয়েছে। রাজ্য জুড়ে দু’শোর বেশি পরিবারকে রেশন নিতে বাধা দেওয়া হয়েছে।

ত্রিপুরায় বিজেপি ফের ক্ষমতায় আসার পর থেকে ভোট পরবর্তী হিংসায় পাঁচ জন নিহত হয়েছেন। আহত ছ’শোর বেশি। সিপিএমের কৃষক সভার নেতারা আজদিল্লিতে জানান, ত্রিপুরায় বিজেপির হিংসা নিয়ে মে মাসে দশ দিন ধরে দেশজুড়ে প্রচার হবে। কৃষক সভার সহ-সভাপতি হান্নান মোল্লা বলেন, ভোটে জিতলেও ত্রিপুরায় বিজেপির আসন, ভোটের হার দুই-ই কমেছে। সেই কারণেই বিরোধীদের উপরে হামলা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Krishak Sabha CPM-BJP National Human Right Commission

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy