তাঁর দল জেডিএস ক্ষমতায় এলে, যে সব মেয়েরা কৃষকের ছেলেকে বিয়ে করবেন, তাঁদের ২ লক্ষ টাকা দেবেন। কর্নাটকে বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতি দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী।
কোলারে ‘পঞ্চরত্ন’ সমাবেশে যোগ দিয়ে এই কথা বলেন কুমারস্বামী। তাঁর মতে, কৃষকের ছেলেদের বিয়েতে উৎসাহ দিতে সরকারের ২ লক্ষ টাকা করে মেয়েদের দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘আমি একটি আবেদন পাই, যেখানে বলা হয়েছে, কৃষকের ছেলেদের কেউ বিয়ে করতে চাইছেন না। কৃষকের ছেলেকে বিয়েতে উৎসাহ জোগাতে সরকারের উচিত মেয়েদের ২ লক্ষ টাকা করে দেওয়া। আমাদের ছেলেদের আত্মসম্মান রক্ষার জন্য এই প্রকল্প চালু করা হবে।’’
আরও পড়ুন:
১০ মে কর্নাটকে ভোট। ১৩ মে ফলাফল ঘোষণা হবে। কর্নাটক বিধানসভার আসন সংখ্যা ২২৪। জেডিএসের লক্ষ্য ১২৪ আসন। ইতিমধ্যে ৯৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তারা।