Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নারী পাচারে যুক্ত মহিলা কনস্টেবল ধৃত

নারী পাচারে জড়িত অভিযোগে ধৃত অসম পুলিশের এক মহিলা কনস্টেবল। গত বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা থেকে পুলিশের একটি দল গুয়াহাটি যায়। স্থানীয় পুলিশের সহায়তায় মিনিলা লাংথাসা নামের ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, সে ও তার বোন লিলি লাংথাসা এই পাচার চক্র চালাত।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ২৮ জুন ২০১৫ ০৩:১০
Share: Save:

নারী পাচারে জড়িত অভিযোগে ধৃত অসম পুলিশের এক মহিলা কনস্টেবল। গত বৃহস্পতিবার ডিমা হাসাও জেলা থেকে পুলিশের একটি দল গুয়াহাটি যায়। স্থানীয় পুলিশের সহায়তায় মিনিলা লাংথাসা নামের ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, সে ও তার বোন লিলি লাংথাসা এই পাচার চক্র চালাত। ডিমা হাসাওয়ের দিহাঙ্গি এলাকা থেকে লিলিকেও গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান, দেশের বড় কোনও পাচার চক্রের সঙ্গে যোগসাজসেই মিনিলা-লিলি কাজ করত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, কিছু দিন আগে মিনিলা দিহাঙ্গি এলাকার এক তরুণীকে প্রলোভন দেখিয়ে গুয়াহাটি নিয়ে গিয়ে দেহ ব্যবসায় নামতে বাধ্য করে। ওই তরুণীর পরিবার অভিযোগ করার পরই মিনিলাকে গ্রেফতার করা হয়। কাল এই দুই নারী পাচারকারীকে আদালতে তোলা হয়। আদালত দুই মহিলাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। এ দিকে, ডিমাসা মহিলা সমিতি-সহ বিভিন্ন সংগঠন মিনিলার পরিবারকে তিন দিনের মধ্যে দিহাঙ্গি ছেড়ে চলে যেতে বলেছে। ডিমাসা মহিলা সমিতি, ডিমাসা মাদারস অ্যাসোসিয়েশন, জাদিখে নাইশো হসম প্রভৃতি সংগঠন এই ঘটনার নিন্দা করে পাচারকারীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

murder Lady Constabl Dima Hasao Guwahati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE