Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ইস্ট ওয়েস্ট করিডরে ধস

নির্মাণকাজ শেষ হওয়ার দু’মাসের মধ্যে ধস নামল ইস্ট ওয়েস্ট করিডরে। তাতে ইনরিম বাংলো থেকে মাহুর অংশের ১৫০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে জেলার কয়েকটি জায়গায় রাস্তা বসে গিয়েছে।

করিডরে ধস।— নিজস্ব চিত্র।

করিডরে ধস।— নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাফলং শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:২৬
Share: Save:

নির্মাণকাজ শেষ হওয়ার দু’মাসের মধ্যে ধস নামল ইস্ট ওয়েস্ট করিডরে। তাতে ইনরিম বাংলো থেকে মাহুর অংশের ১৫০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে জেলার কয়েকটি জায়গায় রাস্তা বসে গিয়েছে। পাহাড় থেকে জলের স্রোত নেমে রাস্তা ভেঙেছে। শিলচর-সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডর নির্মাণে ইনরিম বাংলো থেকে মাহুর পর্যন্ত চার লেনের রাস্তা তৈরির দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনিক সূত্রে খবর, ওই সংস্থা নিয়ম মেনে কাজ করেনি। জেলাশাসক জুরি ফুকন রাস্তার কাজ পরিদর্শন করেছেন।

দু’মাসের মধ্যে লামডিং-মাইবং, ইনরিম বাংলো-মাহুর, মাহুর-হারাঙ্গাজাও ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কার করার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট। তাতেই তৎপর হয়েছেন জেলাশাসক। অভিযোগ, পাথরের চাঁই বসিয়ে তার উপর বিটুমিনের সামান্য প্রলেপ দিয়ে কাজ সেরেছে ঠিকাদার সংস্থা। সে জন্যই নির্মাণের দু’মাসের মধ্যে রাস্তা ধসে পড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Landslide East west corridor rain halflong
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE