বিধানসভায় হাইলাকান্দির বিধায়ক অসমিয়ায় শপথ নেওয়ার বরাকে প্রতিক্রিয়া ছড়িয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এবং নাগরিক অধিকার সুরক্ষা সমিতি তার প্রতিবাদে সরব।
গত কাল নতুন সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে বরাকের বিধায়করা মাতৃভাষায় শপথ নিলেও, হাইলাকান্দির ইউডিএফ বিধায়ক আনোয়ার হুসেন লস্কর অসমিয়ায় শপথবাক্য পাঠ করেন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক যজ্ঞেশ্বর দেব বলেন, ‘‘ভাষাশহিদদের রক্তে রাঙা উপত্যকার মাটিকেও অপমান করেছেন তিনি।’’ হাইলাকান্দি জেলা নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সভাপতি মানসকান্তি দাস বলেন, ‘‘বিধায়ক লস্কর মাতৃভাষাকে অবজ্ঞা করে মাতৃজাতিকে অপমান করেছেন।’’ আনোয়ার হুসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ইউডিএফ জেলা সভাপতি হিলালউদ্দিন বড়ভুঁইঞা বলেন, ‘‘বিধায়কের সঙ্গে আমার কোনও কথা হয়নি।’’