অসমে গোমাংস কেনাবেচা সংক্রান্ত আইন আরও কড়া হল। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানালেন, রাজ্যের কোনও রেস্তরাঁ, হোটেল, অনুষ্ঠান ও জনবহুল স্থানে গোমাংস পরিবেশন করা চলবে না। গোমাংস সংক্রান্ত আগেরআইনে বলা হয়েছিল কোনও হিন্দু ধর্মস্থানের আশপাশে গোমাংস খাওয়া বা পাঁচ কিলোমিটার ব্যাসার্ধে গোমাংস বিক্রি করা যাবে না।
কিন্তু হিমন্ত জানালেন ওই আইনেরপরিধি বাড়িয়ে প্রকাশ্যে গোমাংস খাওয়াই নিষিদ্ধ করা হল। অসমের তথ্য-জনসংযোগ মন্ত্রী পীযুষ হাজরিকা এক্স-এ লেখেন, ‘কংগ্রেস হয় এই সিদ্ধান্তকে স্বাগত জানাক, অথবা পাকিস্তানে গিয়েঘাঁটি গাড়ুক।’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)