Advertisement
০৫ মে ২০২৪
Punjab Congress

রামমন্দির উদ্বোধনে ভিড় জমাবে পঞ্জাব কংগ্রেসও

আগামী ২২ জানুয়ারি মোদীর রামমন্দির উদ্বোধন করার কথা। পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা চেতন চৌহান জানান, মন্দিরের উদ্বোধনে হাজির থেকে তাঁরা দেশকে অখণ্ডতার বার্তা দিতে চান।

congress.

—প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ০৮:১১
Share: Save:

রামমন্দির উদ্বোধনের দিনে ট্রেনে কিংবা বাসে করে অযোধ্যায় লোক নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে পঞ্জাব প্রদেশ কংগ্রেস। প্রদেশ সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং বলেছেন, ‘‘প্রভু রাম সকলের। তিনি বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পত্তি নন। গুরু গ্রন্থ সাহিবে অনেক বার রামের নাম আছে। কেউ শিখ হোন বা না হোন, তিনি রামকে ভক্তি করেন।’’

আগামী ২২ জানুয়ারি মোদীর রামমন্দির উদ্বোধন করার কথা। পঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা চেতন চৌহান জানান, মন্দিরের উদ্বোধনে হাজির থেকে তাঁরা দেশকে অখণ্ডতার বার্তা দিতে চান। বিজেপি আমন্ত্রণ না জানানোয় অযোধ্যা যাওয়ার ব্যবস্থা তাঁরা নিজেরাই করে নেবেন। ওয়ারিং বলেন, ‘‘বহু মানুষ উদ্বোধনে হাজির থাকতে চান। বিজেপি বলতে পারে যে, শুধু তাদের লোকেরাই ওখানে যেতে পারবেন—কংগ্রেস পারবে না। প্রধানমন্ত্রী মানুষের জন্য অযোধ্যার ট্রেন দিলে ভাল। না হলে আমরাই বাসের ব্যবস্থা করব।’’

লোকসভা ভোটের আগে বিজেপির হিন্দুত্ব তথা রামমন্দিরের রাজনীতিতে কংগ্রেসের ভাগ বসানোর কৌশল অনেকে দেখছেন এই ঘোষণার নেপথ্যে। যদি ওয়ারিং এবং চৌহানের দাবি, এখানে কোনও রাজনীতি নেই। চৌহান বলেন, ‘‘বিজেপির উচিত নয় এ নিয়ে রাজনীতি করা। কিন্তু সেটাই তারা করছে। লোকসভা ভোটের আগে এমন আরও করবেও। মন্দির বানিয়েছে একটি ট্রাস্ট। আর অতিথির তালিকা অনুমোদন করছে প্রধানমন্ত্রীর দফতর।’’ সংবাদ সংস্থা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ram Temple Ayodhya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE