Advertisement
০১ মে ২০২৪
Leopard

কৃষকের বাড়িতে ঢুকল চিতাবাঘ, কাবু করতে খাটিয়া দিয়ে চেপে ধরেন বনকর্মীরা, মৃত্যু প্রাণীটির

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিতাবাঘটিতে বাগে আনার চেষ্টা করতে সেটির উপর চাপিয়ে চেপে ধরে রাখেন বনকর্মীরা। চিতাবাঘটিকে কাবু করতে গিয়ে আহত হন এক বনাধিকারিক।

প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪২
Share: Save:

উত্তরপ্রদেশের সম্ভলে কৃষকের বাড়িতে ঢুকে পড়েছিল একটি চিতাবাঘ। প্রাণীটিকে দেখামাত্রই কৃষক পরিবারের সদস্যরা আতঙ্কে ঘরে ঢুকে ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। গ্রামে চিতাবাঘ ঢোকার খবর চাউর হতেই হুলস্থুল পড়ে যায়।

আতঙ্কিত গ্রামবাসীরা প্রথমে পুলিশে খবর দেন। খবর দেওয়া হয় বন দফতরেও। সেই খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং বন দফতরের কর্মী এবং আধিকারিকরা। চিতাবাঘটিকে বেশ কিছু ক্ষণের চেষ্টায় জাল বিছিয়ে ধরে ফেলা হয়েছিল ঠিকই, কিন্তু বাগে আনা সম্ভব হচ্ছিল না।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চিতাবাঘটিতে বাগে আনার চেষ্টা করতে সেটির উপর চাপিয়ে চেপে ধরে রাখেন বনকর্মীরা। চিতাবাঘটিকে কাবু করতে গিয়ে আহত হন এক বনাধিকারিক।

বাঘটিকে বেশ কিছু ক্ষণের চেষ্টার কাবু করার পর উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু উদ্ধার হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সেটির মৃত্যু হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কাবু করার চেষ্টা যখন চালানো হচ্ছিল, সেই সময় চিতাবাঘটি আহত হয়। তার জেরেই মৃত্যু হয়েছে বলে ধারণা বন দফতরের। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু হল, ময়নাতদন্তের পর বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন এক বনাধিকারিক।

এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কৃষকের বাড়ির বারান্দায় জালে জড়ানো রয়েছে চিতাবাঘটি। খাটিয়ার নীচে সেটিকে চেপে ধরে রয়েছেন কয়েক জন পুলিশকর্মী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Leopard UP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE