বাড়ির গেটের বাইরে অনেক ক্ষণ ধরেই কোনও কিছুর ঘোরাফেরা করার আঁচ পেয়েছিল পোষ্য কুকুরটি। প্রবল চিৎকার করে প্রথমে সে্টিকে তাড়ানোর চেষ্টা করে সে। কিন্তু ভয়ানক কিছু আঁচ করতে পেরেই সেখান থেকে বাড়ির ভিতরের দিকে ছুট দেয় কুকুরটি।
কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় গেট টপকে উঠে আসছে বিশালাকায় একটি চিতাবাঘ। গেটের ও পারে যে বড় বিপদ তার জন্য অপেক্ষা করছিল, তা টের পেয়েই বোধ হয় কুকরটি নিরাপদ আশ্রয়ের জন্য ছুটেছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।