ভিতরের কারও সাহায্য না থাকলে বছরের পর বছর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে পারে কেউ? গ্যাংস্টার বিকাশ দুবের পিছনে দীর্ঘদিন হন্যে হয়ে ঘোরার পর এমনই প্রশ্ন মাথায় এসেছিল তাঁর। তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠিও লিখেছিলেন। কিন্তু চিঠির জবাব হাতে আসার আগেই দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যেতে হল তাঁকে।
গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের কানপুরে কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবেকে গ্রেফতার করতে গিয়ে তার শাগরেদদের হাতে মৃত্যু হয় ডেপুটি সুপার দেবেন্দ্রকুমার মিশ্রর। তার পর চার দিন কেটে গেলেও এখনও বিকাশ দুবের নাগাল পায়নি যোগীর রাজ্যের পুলিশ। এমন পরিস্থিতিতে দেবেন্দ্রকুমারের লেখা বলে একটি চিঠি সামনে এসেছে। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে সেটি।
গত মার্চ মাসে কানপুরের তৎকালীন পুলিশ প্রধান অনন্তদেও তিওয়ারিকে দেবেন্দ্রকুমার ওই চিঠি লেখেন বলে জানা গিয়েছে। তাতে বলা হয়, চৌবেপুর থানার ভারপ্রাপ্ত অফিসার বিনয় তিওয়ারি-সহ পুলিশের মধ্যে থেকে কিছু লোক জন বিকাশ দুবেকে সাহায্য করছেন। তাঁকে আইনের নজর থেকে আড়াল করছেন। চিঠিতে বিনয় তিওয়ারির বিরুদ্ধে কড়া পদক্ষেপের আর্জিও জানান দেবেন্দ্রকুমার।