Advertisement
১৬ মে ২০২৪
Rajasthan Assembly Election 2023

রাজস্থানে জাতগণনাও তাস কংগ্রেসের

আগামী ২৫ নভেম্বর রাজস্থানে ভোটগ্রহণ। রাজস্থানে পাঁচ বছর অন্তর সরকার বদল হওয়া গত তিন দশকের প্রথা। সেই প্রথা ভেঙে টানা দু’বার মুখ্যমন্ত্রী হতে মরিয়া অশোক গহলৌত তাঁর জনমুখী নীতির উপরেই ভরসা করছেন।

Rahul gandhi

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ০৭:৫৫
Share: Save:

রাজস্থানে ফের ক্ষমতায় ফিরলে রাজ্যের স্বাস্থ্য বিমা প্রকল্প চিরঞ্জীবী যোজনায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ দেওয়ার ঘোষণা করল কংগ্রেস। এত দিন এই প্রকল্পে ২৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ মিলত। আজ রাজস্থানে কংগ্রেসের দ্বিতীয় দফার ইস্তাহারে এই ঘোষণার পরে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লেখেন, ‘আমি মুখ্যমন্ত্রী অশোক গহলৌতকে বলেছিলাম, চিরঞ্জীবী যোজনায় ২৫ লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসার অঙ্ক আরও বাড়ানো উচিত। আজ তা বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হয়েছে। এখন এটা ভারতের সব চেয়ে বড় স্বাস্থ্য বিমা যোজনা। রাজস্থানের কোনও গরিব, মধ্যবিত্তকে চিকিৎসার খরচ জোগাড় করতে বাড়ি বেচতে হবে না, ধার করতে হবে না, গয়না বন্ধক রাখতে হবে না’। অন্য রাজ্যের মতোই কংগ্রেস ফের রাজস্থানে ক্ষমতায় এলে জাতগণনা করানো হবে বলেও জানিয়েছে।

আগামী ২৫ নভেম্বর রাজস্থানে ভোটগ্রহণ। রাজস্থানে পাঁচ বছর অন্তর সরকার বদল হওয়া গত তিন দশকের প্রথা। সেই প্রথা ভেঙে টানা দু’বার মুখ্যমন্ত্রী হতে মরিয়া অশোক গহলৌত তাঁর জনমুখী নীতির উপরেই ভরসা করছেন। তার জন্য আগেই কংগ্রেস বছরে একবার মহিলাদের জন্য ১০ হাজার টাকার ভাতা, ৫০০ টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডারের মতো সাত গ্যারান্টির কথা ঘোষণা করেছিল। আজ ইস্তাহারে কংগ্রেস ৫০০ টাকার বদলে ৪০০ টাকায় সিলিন্ডারের কথা দিয়েছে। পাঁচ বছরে ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতিও দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE