ক্রিপ্টো প্রতারণা মামলায় অভিযুক্ত। আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা লিথুয়ানিয়ার এক ব্যক্তিকে কেরল থেকে গ্রেফতার করা হল। ধৃত ব্যক্তি ক্রিপ্টো প্রতারণার অন্যতম চক্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম আলেকসেজ বেসিওকোভ। ‘গ্যারান্টেক্স’ নামে ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বসেছিলেন তিনি। হ্যাকিং-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে ক্রিপ্টো বিনিয়োগ করতেন বলে অভিযোগ। প্রায় ৮ লক্ষ ৩০ হাজার কোটির ক্রিপ্টো প্রতারণার অভিযোগ ওঠে আলেকসেজের বিরুদ্ধে। তার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাতেও তাঁর নাম রয়েছে। দীর্ঘ দিন ধরে আলেকসেজের খোঁজ চালাচ্ছিল আমেরিকা। অবশেষে গোপন সূত্রে মার্কিন গোয়েন্দাদের কাছে খবর আসে, দক্ষিণ ভারতের একটি রাজ্যে আত্মগোপন করে আছেন আলেকসেজ।
তার পর থেকে আলেকসেজের খোঁজে দক্ষিণ ভারতের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রাখছিলেন মার্কিন গোয়েন্দারা। ঘটনাচক্রে, কেরলে তাঁর হদিস পায় পুলিশ। তার পরই বুধবার তাঁকে গ্রেফতার করা হয়। মার্কিন গোয়েন্দা সূত্রে খবর, ‘গ্যারন্টেক্স’ নামে একটি ক্রিপ্টো এক্সচেঞ্জ খুলে বিনিয়োগ এবং লেনদেনের কাজ করছিলেন আলেকসেজ। সেই টাকা বিভিন্ন অপরাধমূলক কাজ, জঙ্গি সংগঠনেও ব্যবহার করা হচ্ছিল। শুধু তা-ই নয়, তাঁর সংস্থার বিরুদ্ধে ক্রিপ্টো প্রতারণার অভিযোগও ওঠে। ২০২২ সালে আলেকসেজকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা। তার পরই আমেরিকা থেকে পালিয়ে যান তিনি।
কেরলে আলেকসেজের হদিস মেলার পর ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের অনুরোধে এ সপ্তাহের গোড়াতেই আলেকসেজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ভারতের বিদেশ মন্ত্রক। তার পরই সিবিআই এবং কেরল পুলিশের যৌথ অভিযানে তিরুঅনন্তপুরম থেকে গ্রেফতার করা হয় আলেকসেজকে।