Advertisement
০৬ মে ২০২৪

বছরে ২ লক্ষ চন্দ্রবাবুর

চন্দ্রবাবুর প্রতিদ্বন্দ্বী জগন্মোহন রেড্ডি সকলের জন্য মেডিক্যাল কার্ডের পসরা নিয়ে ইস্তাহার প্রকাশ করেছেন।

চন্দ্রবাবু নায়ডু।— ফাইল চিত্র।

চন্দ্রবাবু নায়ডু।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
অমরাবতী শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৯ ০৩:২১
Share: Save:

ফের ক্ষমতায় এলে অন্ধ্রপ্রদেশের প্রতি পরিবারকে ফি বছর ২ লক্ষ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিল চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম। নায়ডু শনিবার দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে বললেন, ‘‘রাহুল গাঁধী তো বছরে মাত্র ৭২ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন, তা-ও দেশের সব চেয়ে গরিব ২০ শতাংশ পরিবারকে। আমরা জিতে ফিরলে রাজ্যের প্রত্যেক পরিবারকে বছরে ২ লক্ষ টাকা করে দেব।’’

কালই চন্দ্রবাবুর প্রতিদ্বন্দ্বী জগন্মোহন রেড্ডি সকলের জন্য মেডিক্যাল কার্ডের পসরা নিয়ে ইস্তাহার প্রকাশ করেছেন। তাঁর প্রতিশ্রুতি, ওই কার্ডে কিছু না কিছু সুবিধা মিললেও বছরে ৫ লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলি বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে। কৃষকদের জন্য অর্থ সাহায্য ও গরিব গৃহহীনদের বিনামূল্যে আবাসনের প্রতিশ্রুতিও দিয়েছেন জগন্মোহন।

প্রশ্ন উঠেছে, এত টাকা রাজ্য পাবে কোথায়। অর্থসঙ্কটে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ছাড়ের দাবি জানিয়ে চন্দ্রবাবু বহু বার কেন্দ্রের কাছে ধর্না দিয়েছেন। নরেন্দ্র মোদী তা না-মানায় এনডিএ ছেড়ে বেরিয়েও এসেছে নায়ডুর দল। হিসেব বলছে, প্রতি পরিবারকে ২ লক্ষ টাকা দিতেই ফি বছর লাগবে ১.৫ লক্ষ কোটি টাকা। এক কর্তার প্রশ্ন, ‘‘এর পরে আমাদের মাইনে দেওয়ার টাকা থাকবে তো!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE