দলের শীর্ষ দুই নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলীমনোহর জোশীর মানভঞ্জনে আসরে নামলেন বিজেপি সভাপতি অমিত শাহ।
বয়সের কারণে চলতি নির্বাচনে বর্ষীয়ান দুই নেতাকেই প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছে দল। উপরন্তু আডবাণীর গাঁধীনগর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অমিত নিজে।
দলের এই মনোভাবে ঘনিষ্ঠ মহলে অসন্তোষ জানিয়েছেন দুই নেতাই। প্রকাশ্যে মুখ খুলেছেন জোশী। আডবাণী নিজের ব্লগে দলীয় নীতির সমালোচনা করে সরব। সব মিলিয়ে বিষয়টি নিয়ে রীতিমতো অস্বস্তিতে মোদী-শাহ জুটি।