কংগ্রেস মুখ ফেরানোয় তৃণমূলের হাত ধরতে চাইছেন এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল।
এআইইউডিএফ নেতারা বারবার কংগ্রেসের সঙ্গে ‘মিত্রতা’-র কথা বলে এবং হাতে থাকা তিন আসন বাদে অন্যত্র কংগ্রেস প্রার্থীদের সমর্থন করার কথা জানিয়ে প্রদেশ কংগ্রেসকে বেজায় অস্বস্তিতে ফেলেছে। বিজেপির দাবি, গগৈ-আজমল গোপন আঁতাত সামনে চলে এল। অন্য দিকে কংগ্রেসের দাবি, হিমন্তের কলকাঠিতেই, কংগ্রেসকে চাপে ফেলতে এই রাস্তা নিয়েছেন আজমল। বিষয়টি নিয়ে বিরক্ত জাতীয় সভাপতি রাহুল গাঁধী প্রদেশ সভাপতি রিপুন বরা ও বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়াকে দিল্লিতে তলব করেন। জানিয়ে দেন, আজমলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনও রকম আঁতাত করা যাবে না।
তার পরেই ধুবুরিতে কংগ্রেস আজমলের বিরুদ্ধে আবু তাহের বেপারি ও বরপেটায় বিধায়ক আব্দুল খালেকের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এঁদের কেউই দুর্বল প্রার্থী নন। সূত্রের খবর, আজমল এরপরেই দিল্লি যান। সেখানে এআইসিসি কোষাধ্যক্ষ আহমেদ পটেলের সঙ্গে তাঁর দু’দফা বৈঠক হয়। পটেল কংগ্রেস হাইকম্যান্ডের আশঙ্কার কথা তাঁকে জানান। বলেন, কংগ্রেস আজমলের সঙ্গে গেলে হিন্দু ভোট কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে।